বগুড়ার শেরপুরে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ মে) সন্ধ্যায় শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার ৯নং সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সাদাত মোহাম্মদ ছাইয়ুম (৪৮) এবং ১নং কুসুম্বি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম (৭৫)।
শেরপুর থানা সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে শেরপুর থানায় দায়ের বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।
আসামি ছাইয়ুমকে রোববার সন্ধ্যায় বগুড়ার চান্দাইকোনা বাজার এলাকা থেকে এবং সাইফুল ইসলামকে সন্ধ্যা সাড়ে ছয়টায় বাগড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’
মন্তব্য করুন