শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর দালালদের হামলা

সাংবাদিক সুজনের ওপর হামলা চালিয়েছে নারী দালালরা। ছবি : কালবেলা
সাংবাদিক সুজনের ওপর হামলা চালিয়েছে নারী দালালরা। ছবি : কালবেলা

শরীয়তপুর সদর হাসপাতালে দালাল সিন্ডিকেটের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর হামলার শিকার হয়েছেন সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন।

সোমবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে সদর হাসপাতালের সামনে এ হামলা চালায় দালালরা।

জানা গেছে, শরীয়তপুর সদর হাসপাতালের দালালদের দৌরাত্ম্য নিয়ে গত ৮ মে সমকাল পত্রিকায় ‘সহকারীরাই রোগী ভাগান ক্লিনিকে’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর থেকেই সাংবাদিক সুজন নানা ধরনের হুমকি ও চাপের মুখে পড়েন। এ হামলা মূলত সেই প্রতিবেদন লেখার প্রতিবাদেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সাংবাদিক সমাজ ও স্থানীয় সচেতন মহল এ হামলার নিন্দা জানিয়েছেন এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি তুলেন।

ভুক্তভোগী সাংবাদিক সোহাগ খান সুজন বলেন, আজ সকাল ১১টায় শরীয়তপুর সিভিল সার্জন অফিসে আমার মিটিং ছিল। আমি সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর সিভিল সার্জন অফিসের সামনে গেলে, শরীয়তপুর সদর হাসপাতালের সামনে পাঁচ থেকে ছয়জন নারী দালালকে দেখা যায়। তারা কিছু রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নিম্নমানের ক্লিনিকে নিয়ে যাচ্ছে। তখন আমি তাদের ভিডিও করতে গেলে তারা আমার মোবাইল ছিনিয়ে নিয়ে আমাকে হেনস্তা করে এবং আমাকে ধরে তাদের ক্লিনিকে নিয়ে যেতে চায়। পরে লোকজন জড়ো হলে তারা চলে যায়।

শরীয়তপুর পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম কালবেলাকে বলেন, শরীয়তপুর সদর হাসপাতাল থেকে আমরা দালালদের একটি লিস্ট পেয়েছি। সেখানে আমরা জানতে পেরেছি, শরীয়তপুর সদর হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসে, তাদের ভেতরে প্রবেশ করতে না দিয়ে ক্লিনিকে ভর্তি করার জন্য প্রলুব্ধ ও বাধ্য করে।

তিনি আরও বলেন, আমরা যেহেতু তালিকা পেয়েছি, সে তালিকার অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যাতে তারা কোনোভাবেই এ বেআইনি কাজে সঙ্গে জড়িত থাকতে না পারে। হাসপাতাল কর্তৃপক্ষ যদি আমাদের থেকে সহযোগিতা চায় ও মামলা দেয়, আমরা তাদের পুরোপুরি সহযোগিতা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মধ্যরাতে হামজার পোস্ট

‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে থানায় সোপর্দ

ইতালিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত যে ৩২ দলের

‘হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেদিন কার্যকর হবে, সেদিন আমি আনন্দিত হবো’

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

১০

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

১১

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

১২

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

১৩

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৪

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

১৫

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

১৬

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

১৭

পটুয়াখালীতে বিএনপির প্রস্তাবিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

১৮

প্রত্যর্পণ চুক্তিতে আছে যত ফাঁকফোকর

১৯

মুরগির ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার, দুদিনেও গ্রেপ্তার নেই

২০
X