ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

অপরাজনীতির কেন্দ্র হিসেবে মসজিদকে ব্যবহার করা হচ্ছে : ছাত্রদল সভাপতি

বক্তব্য রাখেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি : কালবেলা

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আমরা মসজিদকে একটি পবিত্র স্থান মনে করি। কিন্তু একটি গোষ্ঠী রয়েছে, যারা মসজিদকে অপরাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি।

এসময় মুহাম্মদ (সা.)-এর শানে দরুদ পাঠের মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিল শুরু হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা মসজিদকে একটি পবিত্র স্থান মনে করি। কিন্তু একটি গোষ্ঠী রয়েছে, যারা মসজিদকে অপরাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। ফজরের পর তারা মসজিদে মিটিং করে, আবার কীভাবে গালাগাল করতে হবে তা দেখাচ্ছে। যারা ইসলামের ধারক-বাহক আছে, আমরা তাদের শ্রদ্ধা করি। কিন্তু কেউ যেন মসজিদকে অপরাজনীতির কেন্দ্র বানাতে না পারে সে ব্যাপারে দৃষ্টি দেওয়া হোক।

এসময় তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের ছাত্রদল স্মরণে রাখবে বলে উল্লেখ করেন। গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও মাইলস্টোনে আহত শিশুদের দ্রুত আরোগ্য কামনায় উপস্থিত সবাইকে দোয়া করার আহ্বান জানান।

ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের ধারাবাহিক কর্মসূচির একটি ছিলো জুলাই-আগস্টের শহীদদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা। কিন্তু এরই মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ৩২ জন শহীদ হয়েছেন। আমরা তাদের জন্যও দোয়া করছি। আমরা শহীদদের পরিবারের প্রতি সমাবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।

জুলাইয়ে ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের এখনো বিচার শুরু হয়নি উল্লেখ করে নাছির বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা শিক্ষার্থীদের উপর গণহত্যা চালিয়েচিল তাদের বিচার এখনো ঢাবি প্রশাসন করতে পারেনি। ঢাবির যেসব শিক্ষকরা গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছিল, সেসব শিক্ষকদের বিরুদ্ধে ভিসি-প্রক্টর কোনো কিছু করতে পারেনি। এমনকি যেসব কর্মকর্তা-কর্মচারীরা গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিলো তাদের ব্যাপারেও কোনো বিচারের অগ্রগতি দেখিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাপ’র প্রতিষ্ঠাবার্ষিকী : মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের সম্মানে আনুষ্ঠানিকতা বাতিল

ভাঙা সড়কে ধানের চারা রোপণ, সিটি করপোরেশনকে ‘লাল কার্ড’

কুমিল্লায় ‘২৩ মামলার আসামি’ আল-মামুনকে কুপিয়ে হত্যা

২৬ জুলাই / তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেয় ডিবি

নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গাকে বিএসএফের পুশইন

খুবিতে ‘শহীদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন ৪ শিক্ষার্থী

স্বাস্থ্য পরামর্শ / নিয়মিত খাদ্য তালিকায় রাখুন ভিটামিন ‘সি’যুক্ত খাবার

টেস্ট ইতিহাসে অনন্য এক উচ্চতায় জো রুট

ঠাকুরগাঁও-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ফারুক হাসান

একাত্তর নিয়ে জামায়াত আগে ক্ষমা চাক, তারপর বিএনপির সমালোচনা : টুকু

১০

চমেক হাসপাতালে ডে-কেয়ার সার্জারি, ‘সকালে অপারেশন, বিকেলে ছুটি’

১১

এক বা দুই বিষয়ে ফেল করাদের কলেজে ভর্তির সুযোগ দাবি সিবগাতুল্লাহর

১২

মাইলস্টোন সেই শিক্ষক মাসুকার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

১৩

বাংলাদেশে জাতিসংঘের মিশন কার্যালয় চাই না : রফিকুল ইসলাম মাদানী

১৪

দাদার কবরের পাশে শায়িত হলো শিশু আয়মান

১৫

রাবির শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা, দিতে হচ্ছে লিখিত পরীক্ষা 

১৬

শাশুড়িকে রাস্তায় রেখে পালালেন পুত্রবধূ

১৭

সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের কাছে জামায়াতের দাবি

১৮

বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দুর্ভোগে ১২ গ্রামের মানুষ

১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০
X