গ্রিন ভয়েস ও পরিবেশ সচেতন ক্লাব খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে টেকসই পরিবেশ উন্নয়নে যুবসমাজের করণীয় বিষয় অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ বিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক হারুন চৌধুরীর সভাপতিত্বে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি ইকবাল হাবিব, সহসভাপতি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, মো. সানাউল ইসলাম বিভাগীয় প্রধান মৃত্তিকা-পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং মো. আলমগীর কবির প্রধান সমন্বয়ক গ্রিন ভয়েস, মহিদুর রহমান মঈন, সমন্বয়ক খুলনা বিশ্ববিদ্যালয়।
সেমিনারে বক্তারা বলেন, দেশের প্রতিটি ক্লান্তি লগ্নে এ দেশের ছাত্র-যুবসমাজ ঝাঁপিয়ে পড়েছেন দেশ মার্তৃকাকে রক্ষার জন্য। টেকসই পরিবেশ এবং জনবান্ধব বাংলাদেশ সৃষ্টি করতে দেশের লাখ লাখ যুবসমাজকে সচেতন করার পাশাপাশি দেশপ্রেমে উদ্ধুদ্ধ করতে হবে।
তারা আরও বলেন, আমরা উন্নয়ন করব কিন্তু সে উন্নয়ন যেন আমাদের প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় হতে হবে। বড় বড় মেগা প্রকল্পের নামে আমাদের পরিবেশ ও প্রকৃতি যেন হুমকির মাঝে না পড়ে সে জন্য যুবসমাজকে সচেতন হতে হবে, দরকার পড়লে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত থাকতে হবে।
মন্তব্য করুন