রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন এ এইচ এম কামারুজ্জামান হলে বিদ্যুৎস্পর্শে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম ইউনুস আলী। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক। নিহত শ্রমিকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায়। তার বাবার নাম আতাউর রহমান।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা যায়, আজ সকালে নির্মাণাধীন ভবনে পানি দেওয়ার কাজ করছিলেন ওই শ্রমিক। তবে হঠাৎ পানি আসা বন্ধ হলে মোটর দেখতে আসেন তিনি। সেখানেই মোটরের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভবন নির্মাণ প্রকল্পের সুপারভাইজার আলমগীর হোসেন জানান, পানি তোলার মটরের মাধ্যমে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত হন ইউনুস আলী।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমরা জানতে পেরেছি একজন শ্রমিক বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। এ ধরনের মৃত্যু অবশ্যই দুঃখজনক। আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণাধীন ভবনের কাজ বন্ধের নির্দেশ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং দপ্তর বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
রাবির উন্নয়ন প্রকল্পের আওতাধীন ১০ তলা শহীদ এ এইচ এম কামারুজ্জামান আবাসিক হল এবং ২০ তলা একাডেমিক ভবনের কাজ পায় মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। এর আগে ২০২২ সালের ৩১ মে নির্মাণাধীন ২০ তলা অ্যাকাডেমিক ভবনে কাজের সময় বিদ্যুৎস্পর্শে সাগর নামের এক শ্রমিকের মৃত্যু হয়। ওই সময় নিরাপত্তাসামগ্রী ছাড়া শ্রমিকদের কাজ করানোর অভিযোগে নির্মাণকাজ বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মন্তব্য করুন