মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার নতুন পরিচালক হয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক সৈয়দ জাফর আলী। তাকে পদায়ন দিয়ে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।
সৈয়দ জাফর বর্তমান পরিচালক অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইনের স্থলাভিসিক্ত হলেন। অধ্যাপক বেলাল হোসাইনকে ওএসডি করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, সৈয়দ জাফর আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করে ১৯৯৮ সালে ১৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। ২০১৮ সাল থেকে তিনি স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য-সচিব পদে রয়েছেন।
এর আগে তিনি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক, শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) এবং পাঠ্যপুস্তক বোর্ডের উপসচিব পদে ছিলেন। তিনি লিয়েনে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ পদেও ছিলেন।
মন্তব্য করুন