কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৪৫ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 

শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল। ছবি : সংগৃহীত
শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল। ছবি : সংগৃহীত

চলমান দাবদাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। তবে, বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধের বিষয়ে কোনো আদেশ এখনো দেয়নি মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল জানান, আমাদের আইনজীবীরা এখনো উচ্চ আদালতের আদেশের কপি হাতে পাননি। যে কারণে আমরা আজ আপিল করতে পারিনি। ছুটির কারণে বুধ ও বৃহস্পতিবার আমরা আপিলের সুযোগ পাচ্ছি না। এ অবস্থায় আমরা আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকব। কপি পেলে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না বন্ধ থাকবে সেই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আদেশের কপি পেয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আদেশ জানানো হবে। তবে আমরা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল, আর এ নিয়ে মন্তব্য করতে চাই না।

তিনি বলেন, নির্বাহী বিভাগ বিভিন্ন এলাকার পাঠদান বিষয়ে আবহাওয়া দপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে নির্দেশনা দিয়ে আসছে। তবে স্বতঃপ্রণোদিত সিদ্ধান্ত এলে আমাদের কাজের ব্যাঘাত ঘটে। আমরা আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের একেক অঞ্চলের তাপমাত্রা একেক রকম। এখন উত্তরপূর্বাঞ্চল ও হাওর এলাকার তাপমাত্রা কম। তবে অতি বৃষ্টিতে কয়েকদিনের মধ্যেই সেখানে বন্যার কারণে পাঠদান বন্ধ রাখতে হবে। এ জন্য প্রয়োজনে প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারেও ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়। এর এক দিন আগে ২৫ মার্চ কলেজগুলো ছুটিতে বন্ধ হয়েছিল। আর প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ছুটি শুরু হয়েছিল ২২ মার্চ। পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলা হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান।

এ সময় অভিভাবকদের পক্ষ থেকেও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকলে স্কুল-কলেজ বন্ধ রাখার দাবি ছিল। পরে দফায় দফায় হিট অ্যালার্টের মধ্যে গত রোববার (২৮ এপ্রিল) সারা দেশের স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। এ অবস্থায় শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ে অনেক শিক্ষার্থী। বিভিন্ন জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক মারা যাওয়ার ঘটনাও ঘটে।

গত সোমবার (২৯ এপ্রিল) এক আদেশে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২ মে (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির অসুস্থ নেতাদের খোঁজ নিলেন আবদুস সালাম 

বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : নাছিম

ঝিনাইদহে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

নির্বাচনের আগে ও পরে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি: মঈন খান 

জাবির সঙ্গে এনআইএলএমআরসি’র সমঝোতা স্মারক চুক্তি

সবচেয়ে দক্ষ প্রশাসক ও কূটনীতিকের নাম শেখ হাসিনা : ওবায়দুল কাদের

‘পিডাইয়া’ লম্বা করে দিতে বলা সেই প্রার্থীকে শোকজ

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ২ বন্ধু নিহত

‘ক্যালিগ্রাফির মাধ্যমে জাপান-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর হবে’

১০

ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মাদ্রাসার সুপার গ্রেপ্তার

১১

নারায়ণগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

১২

ক্যাম্পের বাইরে প্রশিক্ষণে গিয়ে আটক ৩২ রোহিঙ্গা

১৩

সেই নারীর গলায় গুলির অস্তিত্ব পেয়েছেন চিকিৎসকরা

১৪

আমলাতন্ত্রকে ভেঙে বাজেট তৈরি করতে হবে : অধ্যাপক এম এম আকাশ

১৫

যুবলীগ কর্মীকে পিষে মারল বাস

১৬

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ঢাকা কলেজ ছাত্রদলের শুভেচ্ছা

১৭

আবারও হিট অ্যালার্ট জারি

১৮

সংঘাত এড়াতে আরব লীগের অভিনব প্রস্তাব

১৯

আম নিয়ে সিন্ডিকেট আমরা হতে দেব না : কৃষিমন্ত্রী

২০
X