ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে জাকের পার্টির ১০ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের একজন এবং ইসলামী ঐক্যজোটের একজন প্রার্থী রয়েছে। রোববার সকাল থেকে বেলা দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ ১২ জন প্রত্যাহার করলেন।
এর মধ্যে রয়েছেন জাকের পার্টির ঢাকা-১১ আসনের মাসুদ রানা, ঢাকা-১৬ আসনের আমিনুল ইসলাম, ঢাকা-১৫ আসনের মাইনুল ইসলাম, ঢাকা-৭ আসনের বিপ্লব চন্দ্র বণিক, ঢাকা-৮ আসনের মো. নজরুল ইসলাম লিটন, ঢাকা-৯ আসনের মফিজুল্লাহ, ঢাকা-১২ আসনের হুমায়ুন কবির, ঢাকা-১০ আসনের মো. হুমায়ুন কবীর, ঢাকা-৪ আসনের রবিউল ইসলাম ঢাকা-১৪ আসনের জাকির হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ঢাকা-১৭ আসনের নাজমুন নাহার এবং ইসলামী ঐক্যজোটের ঢাকা-৯ আসনের লোকমান।
এছাড়া দুপুর দেড়টার দিকে জাকের পার্টির তিনজন প্রার্থিতা প্রত্যাহার করেন। তারা হলেন ঢাকা-১৭ আসনের প্রার্থী কাজী মো. রাশেদুল হাসান, ঢাকা-আসনের শরীফ হোসেন ও ঢাকা-৬ আসনের তরিকুল ইসলাম।
মন্তব্য করুন