নোয়াখালীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত সময়ের পরেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালানোর অপরাধে ২ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে সেনবাগ পৌরবাজারে সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম এ জরিমানা করেন।
অর্থদণ্ডের আওতায় আসাদের মধ্যে রয়েছে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমের দুই সমর্থক। তারা হলেন- উপজেলার কাবিলপুর গ্রামের শামসুল আলমের ছেলে রবিউল আলম (২৭), ডোম্মা কান্দি এলাকার জামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ ইবনে কাউসার। এ সময় তাদের পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, বিধিনিষেধ থাকলেও বিকেল ৫টার সময় নৌকা প্রতীকের প্রার্থীর প্রচার করা অবস্থায় পাওয়া যায়। এ সময় রবিউল আলমকে লিফলেট বিতরণ করা অবস্থায় এবং আব্দুল্লাহ ইবনে কাউসারকে নির্বাচনী প্রচারমূলক টি-শার্ট পরিহিত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম জানান, কমিশনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রার্থীর লিফলেট বিতরণ ও প্রচারমূলক টি-শার্ট পরে ঘুরে বেড়ানোর মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়। তাদের দুজনই নির্বাচন বিধিমালা ২০০৮ এর ১০ ধারা লঙ্ঘন করায় ১৮ ধারা মোতাবেক জরিমানা এবং সতর্ক করা হয়েছে। আদালত পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা সহায়তা করেন।
মন্তব্য করুন