ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান নিভৃতে থাকতে বেশি পছন্দ করেন। তিনি বলেছেন, তার কোনো বন্ধু নেই! যারা তার সঙ্গে কাজ করেন, তারাই তার বন্ধু। খবর হিন্দুস্থান টাইমসের।
কারা তার বন্ধু? কাদের সঙ্গে মেলামেশা করেন তিনি? হালে এ প্রসঙ্গে কথা বলেছেন রহমান নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমানকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেছেন, তার সেই অর্থে কোনো বন্ধু নেই। যারা তার সঙ্গে কাজ করেন, তারাই তার বন্ধু। আলাদা করে আর কোনো বন্ধু নেই।
এ আর রহমান বলেন, ‘যিনি আমার গাড়ি চালান, তিনিই আমার সবচেয়ে কাছের বন্ধু। যারা আমার সঙ্গে কাজ করেন, তাদেরই আমি বন্ধু বলে মনে করি। তবে কাউকেই আমি বলতে পারি না, চিরকাল আমার সঙ্গে থেকে যেতে। আমি তাদের বলি- নিজের মতো জীবন কাটাতে, এগিয়ে যেতে। আর সে কারণেই এমন কেউ নেই, যাকে আমি আমার বন্ধু বলতে পারি। আর সেই কারণেই এমন কেউ নেই, যাকে আমি আমার বন্ধু বলতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমার নিঃসঙ্গতা, আমার একাকিত্ব ও নির্জনতাই আমার বন্ধু।’
এ আর রহমানের হাত ধরেই ভারতীয় চলচ্চিত্রের সংগীত আন্তর্জাতিক মহলে বেশি জনপ্রিয়তা পেয়েছে। ভারতের সংগীত পরিচালকদের মধ্যে বর্তমানে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে খ্যাতিসম্পন্নও তিনি।
মন্তব্য করুন