বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। হাস্যরস আর নাচ-গানে দর্শক মাতানো বরেণ্য অভিনেতা গোবিন্দ ফের আলোচনায় তার ব্যক্তিগত জীবন নিয়ে। টানা ৩৭ বছরের দাম্পত্যে স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে সংসার আলোকিত করেছেন দুই সন্তান জন্মের মাধ্যমে। অথচ, হঠাৎই চারদিকে ছড়িয়ে পড়েছে পরকীয়া প্রেমের অভিযোগ, যা নাকি ভেঙে দিতে পারে গোবিন্দ-সুনীতা জুটির দীর্ঘ সংসার। তবে বিতর্কের ঝড়ের মাঝেই সুনীতা স্পষ্ট জানিয়ে দিলেন, সবই মিথ্যা।
সংসার ভাঙার বিষয়ে একাধিকবার ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন সুনীতা আহুজা। সম্প্রতি সুনীতা তার ব্লগে এ বিষয়ে ফের কথা বলেছেন। সংসার ভাঙার গুঞ্জন তার ওপর কতটা প্রভাব ফেলেছে, গোবিন্দর পরকীয়া প্রেম নিয়েও এই ব্লগে কথা বলেছেন সুনীতা।
সুনীতা আহুজা বলেন, ‘সমস্যা হলো, গোবিন্দর পরিবারে এমন কিছু লোক আছে যারা চায় না, আমরা একসঙ্গে থাকি। তারা ভাবে, আমাদের পরিবার এত সুখী কেন। বিশেষ করে যখন থেকে তাদের স্ত্রী ও সন্তান মারা গেছে। গোবিন্দ ভালো মানুষের সঙ্গে মিশে না। যেমন, আমি সবময়ই বলি, যদি খারাপ মানুষের সঙ্গে মিশো, তাহলে তুমিও খারাপ হয়ে যাবে। আমার বন্ধু-বান্ধবও নেই, আমার সন্তানরাই আমার বন্ধু।
গত ১৫ বছর ধরে আলাদা থাকছেন গোবিন্দ-সুনীতা। তা জানিয়ে তিনি বলেন, আমি আর গোবিন্দ ১৫ বছর ধরে আলাদা থাকি। কিন্তু ও মাঝেমধ্যে বাসায় আসে-যায়। যে পুরুষ ভালো মেয়েকে কষ্ট দেয়, সে কখনো সুখী থাকতে পারে না, সে সবসময় অশান্তিতে থাকবে।
তিনি আরও বলেন, ‘আমি আমার শৈশব থেকে তাকে সব কিছু দিয়েছি, আজও আমি তাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি শতভাগ কষ্টে আছি। কারণ আমি তো এসব গুঞ্জনের কথা শুনি। তবে আমি অনেক শক্ত। কারণ আমার পাশে আমার সন্তানরা আছে।
মারাঠি এক তরুণ অভিনেত্রীর সঙ্গে গোবিন্দর পরকীয়া সম্পর্কের গুঞ্জন উড়ছে। যদিও এই অভিনেত্রীর নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে সুনীতা আহুজা বলেন, ‘এই সময়ে যেসব মেয়ে স্ট্রাগল করতে আসে, তাদের অনেকেরই ‘সুগার ড্যাডি’ রয়েছে। কিছু মেয়ে ভাবে, এভাবে তারা সংসার চালাবে, পকেটমানির ব্যবস্থা করবে। যতক্ষণ না আমি ধরে ফেলি, ততক্ষণ ঠিক আছে। কিন্তু যদি ধরি, তাহলে মনে রেখো, আমার হাতে সানি দেওলের ৫ কেজি ওজনের হাত আছে।’
মন্তব্য করুন