বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। জীবনের একটা লম্বা সময়জুড়ে নিজেকে ‘অসুন্দর’ ভাবতেন তিনি। তবে একটা সময় ফিরে পান আত্মবিশ্বাস।
চেহারা সুন্দর করতে ফরসা হওয়ার ক্রিম ব্যবহারের সিদ্ধান্তও নিয়েছিলেন নওয়াজুদ্দিন। কিন্তু তাতেও ফল মেলেনি। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছে তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া।
সম্প্রতি সাক্ষাৎকারে নওয়াজুদ্দিন জানান, গায়ের রঙের কারণে তার আত্মবিশ্বাস বেশ কমে গিয়েছিল। সেসময় বিভিন্ন ক্রিম ব্যবহার শুরু করেন। কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। পরে উপলব্ধি করেন, তিনি যেমন আছেন তেমনই থাকবেন।
নওয়াজুদ্দিন বলেন, ‘যেহেতু অন্যরা ভাবত আমি দেখতে ভালো না, তাই আমার মধ্যেও নিজের ব্যাপারে বিরূপ ধারণা জন্ম নিয়েছিল’। এরপর সেই পরিবেশ থেকে বেরিয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। অভিনেতা বুঝতে পারেন তার নিজের মধ্যে ও চেহারায় কোনো সমস্যা নেই।
মন্তব্য করুন