বলিউডে অভিষেক হতে যাচ্ছে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কীর্তি সুরেশের। অভিনেতা বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হবে তার। তামিল সিনেমা নির্মাতা কালিস পরিচালিত একটি ছবিতে অভিনয় করবেন দুজন। যদিও সিনেমাটির শিরোনাম এখনো নির্ধারিত হয়নি।
সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বলিউডে অভিষেকের জন্য দীর্ঘদিন ধরেই প্রস্তুত কীর্তি। পছন্দের গল্প ও সঠিক সময় খুঁজছিলেন তিনি। বরুণ ধাওয়ানের এই ছবিটি তার পছন্দ হয়েছে। আগামী মাসে মুম্বাইয়ে এর শুটিং শুরু হওয়ার কথা। নভেম্বরের মধ্যেই সিনেমাটির কাজ শেষ করতে চান নির্মাতারা।
বরুণ ধাওয়ানকে সর্বশেষ দেখা গেছে ‘ভেড়িয়া’ সিনেমায়। বর্তমানে তিনি নিতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’-ছবির মুক্তির অপেক্ষায় আছেন। এতে তার সঙ্গে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। অন্যদিকে কীর্তির হাতে আছে অনেকটি দক্ষিণ ভারতীয় প্রকল্প। তার আসন্ন ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ভোলা শঙ্কর’, ‘রিভলভার রিতা’, ‘রঘু থাথা’ ও ‘কানিবেদী’।
সূত্র : পিংকভিলা
মন্তব্য করুন