ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ভক্তরা ভালোবেসে অনেক উপাধি দিয়ে থাকেন—কখনো ‘কিং খান’, কখনো ‘সুপারস্টার’, আবার কখনো ‘মেগাস্টার’। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে শতাধিক সিনেমা করা এই অভিনেতা বর্তমানে বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রধান মুখ।
তবে এই ‘মেগাস্টার’ উপাধি নিয়েই এবার আপত্তি তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা জাহিদ হাসান। সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘উৎসব’ সাড়া জাগিয়েছে বক্স অফিসে। ছবিটি মুক্তির চতুর্থ সপ্তাহে এসে শাকিব খানের ‘তাণ্ডব’ ছবিকেও ব্যবসার দিক থেকে ছাড়িয়ে গেছে।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাহিদ হাসান বলেন, “আমাদের এখানে ‘তাণ্ডব’ সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য। তাকে শুধু শাকিব খান বলা হয় না—বলে মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তার জন্য কতটা ভালো বা মন্দ জানি না। তবে শব্দটা কানে লাগে।”
জাহিদ হাসানের মতে, দর্শকই ঠিক করবে কে কতটা বড় তারকা। কোনো পূর্বনির্ধারিত ট্যাগ বা মর্যাদার ওপর ভিত্তি করে সেটা নির্ধারণ করা উচিত নয়।
শাকিব খানের ছবিগুলো সাধারণত ঈদ উপলক্ষে সবচেয়ে বেশি হলে মুক্তি পায়। এবারও ‘তাণ্ডব’ পেয়েছে বিপুলসংখ্যক প্রেক্ষাগৃহ। কিন্তু সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে অনেক হলে থেকে নামিয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে জাহিদ হাসান বলেন, “শেক্সপিয়ারের একটা কথা আছে ‘কোনো কিছু হওয়া বড় ব্যাপার না, কোনো কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার।’ আমি বলছি, এতগুলো হলো পেয়েছি। শেষ পর্যন্ত সেটি আর থাকছে না। এটা কিন্তু অপমানজনক। যতটা বিনয়ীভাবে এগোনো যায়, ততটাই ভালো।”
তবে সমালোচনার মাঝেও জাহিদ হাসান স্পষ্ট করেছেন, তিনি চান সব সিনেমাই সফল হোক। তার ভাষায়, ‘তাণ্ডব, উৎসব, এশা মার্ডার, নীলচক্র বা ইনসাফ, সব তো আমাদের সিনেমা। আমরা চাই প্রতিটা সিনেমা ভালো হোক। সিনেমা ভালো হলে দর্শক বাড়বে। আমি মন থেকে চাই দর্শক প্রতিটি সিনেমা দেখুক।’
মন্তব্য করুন