ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের সম্পর্ক ঠিক যেন সিনেমার থেকেও সিনেমাটিক। সুন্দরী এ অভিনেত্রী, দেড় বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন এবং গত শনিবার (১৮ অক্টোবর) সামাজিক মাধ্যমে নিজের বিয়ের খবর নিশ্চিত করেন। তৃতীয়বারে মতো বিয়ের খবর জানালেও দেখা যায়, মাহি যার সঙ্গে ‘গট ম্যারিড’ পোস্ট দিয়েছেন তিনি মূলত তার দ্বিতীয় স্বামী ‘রাকিব সরকার’।
মাহির করা পোস্টের পর তার স্বামী রাকিব সরকার নিজের প্রোফাইলে ‘ম্যারিড টু মাহিয়া মাহি’ লিখে একটি আপডেট দেন। মুহূর্তেই সেই পোস্টে শুভেচ্ছা জানান অনেকেই। তবে মজার বিষয় হলো, মন্তব্য ঘরে বিয়ের তারিখ ঘিরে নতুন করে জবাব আর পাল্টা-জবাবের বিতর্কে জড়ান দুজনে। এসময় মাহি মন্তব্য ঘরে লেখেন—‘উল্টা পাল্টা কি ডেট দিছো!’ এর সঙ্গে জুড়ে দিয়েছেন রাগের ইমোজি।
স্বামী রাকিবের করা পোস্ট অনুযায়ী তাদের বিয়ে হয় ২০২১ সালের ১২ সেপ্টেম্বর। অথচ সে সময় গণমাধ্যমে জানানো হয়, তাদের বিয়ে হয়েছিল ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর। দুজনের কথামতে বিয়ের দিন-তারিখ নিয়ে রয়েছে এক দিনের ফারাক। তবে নেটিজেনদের ধারণা, বিচ্ছেদের গুঞ্জনকে উড়িয়ে দিতে দুজনই আবারও সম্পর্কের স্থায়িত্ব প্রকাশ করতেই খুনসুটিতে মজেছেন।
বিয়ের পোস্ট করার পর, সম্প্রতি মাহি গণমাধ্যমকে জানালেন নতুন খবর! অভিনেত্রীর ভাষায়, ‘তাদের আসলে ডিভোর্স হয়নি’। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।’
বর্তমানে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে রাকিব সরকারের অবস্থান সম্পর্কে কেউ নিশ্চিত নন। এমন অবস্থায় হঠাৎ দুজনের একসঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। একসঙ্গে ফ্রেমবন্দি হওয়া সেই ফটোটি নিয়ে নানান প্রশ্নের উদয় হলে মাহি বলেন, ‘ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি।
মন্তব্য করুন