শিবলী আহমেদ
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৮ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নেটজুড়ে পরীর সাবেকদের নাম, তারা কি বিব্রত?

চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত

পরীর বর্তমান দাম্পত্য কলহের জেরে নেটপাড়ায় বারবার উঠে আসে নায়িকার সাবেক স্বামী ও প্রেমিকদের নাম। এতে তারা কি বিব্রত হন?

১৮ সেপ্টেম্বর অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। এর পরপরই নেটিজেনরা পরীর স্বামী ও প্রেমিকদের ফর্দ নিয়ে বসেছেন। রাজকে কেউ ভাবছেন চতুর্থ স্বামী, কেউ ভাবছেন পঞ্চম।

সংবাদমাধ্যমরে খবরে জানা যায়, মাত্র চার বছর বয়সে মা হারান পরী। পরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালী গ্রামে নানাবাড়িতে বেড়ে ওঠেন তিনি। তখন তার নাম ছিল শামসুন্নাহার স্মৃতি। সেই জেলার একটি স্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে হয়। কিন্তু দুই বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদ হয় তাদের।

এরপর ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির বিয়ে হয় ফেরদৌস কবীর সৌরভ নামে এক ব্যক্তির সঙ্গে। কিন্তু সেই সংসার টেকেনি। এক সময় সৌরভ দাবি করেছিলেন, পরীমণির একাধিক বিয়ে হলেও তাদের তালাক হয়নি। ২০১৬ সালে সর্বশেষ পরীমণির সঙ্গে মোবাইল ফোনে কথা হয় তার।

পরী-সৌরভের দাম্পত্য জীবন সম্পর্কে জানতে কালবেলা যোগাযোগ করে সৌরভের সঙ্গে। কিন্তু কথার শুরুতেই সাফ জানিয়ে দেন পরীমণির বিষয়ে কিছু বলতে চান না তিনি। তবে নিজের বিষয়ে বললেন। তার কাছে জানতে চাওয়া হয়, পরীর বর্তমান দাম্পত্যে কলহে নেটজুড়ে বারবারই তার নাম উঠে আসে, এতে তিনি বিব্রত হন কি না? উত্তরে সৌরভ বলেন, ‘বিব্রত বলতে এই যে সাংবাদিকরা বারবার কল করে—এটুকুই। আমার পরিবার কিংবা এলাকায় এ বিষয়ে আমাকে কেউ কোনো প্রশ্ন করে না।’

বর্তমানে যশোরের কেশবপুরে আছেন সৌরভ। স্থানীয় পর্যায়ে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তিনি। এ ছাড়া একটি ক্রীড়া একাডেমি পরিচালনা করছেন।

সৌরভের পর ২০২০ সালের ১৪ এপ্রিল বিনোদন সাংবাদিক ও কালচারাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি তামিম হাসানের সঙ্গে বাগদান হয় পরীমণির। এক বছর পর তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সম্পর্ক ভেঙে যায়। যদিও তখন চাউর হয়েছিল, গোপনে বিয়ে সেরেছেন তামিম-পরী! তাদের বিয়ে হলে পরীমণির বিয়ের সংখ্যা হবে পাঁচ। না হলে চার। প্রেম ভেঙে যাওয়ার কারণ এবং তাদরে বিয়ে হয়েছিল কিনা, এ বিষয়ে জানতে কালবেলা তামিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমরা প্রথমে বন্ধু ছিলাম। তারপর বন্ধুর চেয়ে বেশি কিছু হলাম। তারপর প্রেমের সম্পর্কে আমরা জড়াই। একটা সময় মনে হচ্ছিল আমাদের বন্ধৃত্বটাই কমে যাচ্ছে। বন্ধুত্ব থাকার সময় আমরা একে অন্যকে যে সম্মানটা করতাম, যে আবেগটা বহন করতাম, সেটা ধীরে ধীরে কমে যাচ্ছিল। সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়নি।’

তামিমের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ২০২১ সালের মার্চে থিয়েটারকর্মী ও চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন পরী। সংবাদমাধ্যমে জানা যায় খুব অল্পদিনের পরিচয়েই বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু এই সংসার ভাঙে মাত্র তিন মাসের মাথায়।

রনির সঙ্গে ডিভোর্সের পর পরীমণি ও শরীফুল রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘরে আসে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। গত বছরের ৩১ ডিসেম্বর সম্পর্ক বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন চিত্রনায়িকা পরী। তখন তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

উল্লেখ্য, ইসমাইল হোসেন ও কামরুজ্জামান রনির সঙ্গে যোগাযোগ করা যায়নি।

অন্যদিকে, শরিফুল রাজের ওপরে এসেছে ‘নারী আসক্তি’র অভিযোগ। পরীমণির আইনজীবী মো. শাহীনুজ্জামান বলেন, ‘নারী আসক্তি রয়েছে রাজের। হাতে নাতে ধরাও পড়েছেন তিনি কয়েকবার। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমণি।’

চলতি বছরের ৩০ মে মধ্যরাতে নায়ক শরীফুল রাজের ফেসবুক থেকে নায়িকা তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ছবি ও ভিডিও ক্লিপস প্রকাশ হয়। তখন পরীমণি জানিয়েছিলেন, সুনেরাহকে চিনেন না তিনি। রাজের সঙ্গে তার বিচ্ছেদ হলে সুনেরাহকে দায়ী করে মামলা করবেন তিনি।

তা ছাড়াও শরিফুল রাজ-বিদ্যা সিনহা মিমকে জড়িয়ে উঠেছিল গুঞ্জন। সংবাদমাধ্যমের খবরে জানা যায়, তাদের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছিলন পরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১০

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১১

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১২

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১৩

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৪

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৫

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৬

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৭

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৮

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৯

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

২০
X