আহসান হাবীব
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবের সঙ্গে নিজের তুলনা শুনে যা বললেন সিয়াম

অভিনেতা সিয়াম আহমেদ। ছবি : সংগৃহীত
অভিনেতা সিয়াম আহমেদ। ছবি : সংগৃহীত

দেশের ৩৪টি সিনেমা হলে শুক্রবার মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’। দীপংকর দীপন পরিচালিত এই সাইবার থ্রিলার ছবিতে সিয়াম আহমেদ অভিনয় করেছেন ‘লুমিন’ চরিত্রে। অভিনয়ে মুনশিয়ানা দেখিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছেন এই অভিনেতা। কেউ কেউ তাকে নতুন প্রজন্মের শাকিব খানও বলছেন। যদিও এ বিষয়ে অবগত নন সিয়াম। কালবেলাকে তিনি বলেন, ‘আমি জানি না কেউ এটা বলেছেন কিনা। যদি বলে থাকেন, তাহলে তারা অবশ্যই আমাকে সম্মানিত করেছেন। কেউ যদি আমাকে যোগ্য মনে করে থাকেন তাহলে আমি কৃতজ্ঞ। তবে সবার ওপর সম্মান রেখেই বলছি— সবারই চেষ্টা থাকে নিজের মতো কিছু করে দেখানোর। অন্য কারো মতো হওয়ার চাইতে আমার চেষ্টা এটাই থাকবে যে আমি যেন ঠিকঠাক মতো সিয়াম আহমেদ হয়ে উঠতে পারি।’

একের পর এক ভালো সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন সিয়াম আহমেদ। এ বিষয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘সব যে সুপার হিট হয়ে যায় তা তো নয়, তবে চেষ্টা তো সেটাই থাকে।’

নিজের মন ছুঁয়ে যায় এমন গল্পে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন অভিনেতা সিয়াম। বললেন, ‘আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে গল্পটা যেন প্রথম পাঠে কোথাও না কোথাও আমাকে টাচ করে। যে গল্প প্রথম পাঠেই আমার মন ছুঁয়ে যায়, সেই গল্পে আমি অনেক এফোর্ট দিতে পারি। কিন্তু প্রথম পড়ায় যেটা খুব বেশি মনে ধরে না, সেটার জন্য এফোর্টটা একটু ভিন্ন দিক দিয়ে আসে বলে আমার মনে হয়। এ ছাড়া টিম ভালো হলে কাজও ভালো হয়।’

সিয়ামের পথচলায় তার অনেক ফ্যান তৈরি হয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি এই অভিনেতা। বললেন, ‘তারা তো আমার পথচলার একেবারে প্রথম থেকেই পাশে আছেন। তারা আমার অকৃতকার্যের পাশে যেভাবে থাকেন, সফলতার সময়েও থাকেন। আমার মনে হয় ভালোবাসাগুলো এমনই হওয়া উচিত। শুধু একটা নির্দিষ্ট সময়ে থাকব, অন্য সময়ে থাকব না—এমন নয়। তাদের সঙ্গে একটা লম্বা জার্নি পার করেছি আমি। আমি আমার ভক্তদের সবার কাছে কৃতজ্ঞ।’

শোনা যায় কলকাতা থেকে বিভিন্ন সিনেমার প্রস্তাব আসে সিয়ামের কাছে। কিন্তু তিনি নাকি রাজি হন না। এ বিষয়ে সিয়াম বলেন, ‘না না, একেবারেই এমন নয়। ওই যে বললাম গল্প পছন্দ হতে হয় একটু, এতটুকুর জন্য অপেক্ষা করি। গল্প মনে ধরলে কাজ করব।’

অন্তর্জাল সিনেমার গল্পের বিষয়ে এই অভিনেতা বলেন, ‘হ্যাকিং নিয়ে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সিনেমা হয়নি। এটা দর্শকদের জন্য একটা ট্রিট। তারা একটি নতুন ফ্লেভার পাবেন। আমার মনে হয় দর্শক ব্যতিক্রমী কিছু পাবেন। দর্শকরা বলছেন এটা আমাদের গতানুগতিক সিনেমার একটু বাইরের চলচ্চিত্র। তারা এটিকে উপভোগ করছেন।’

গতনুগতিক ধারার বাইরের গল্পে সিনেমা নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে সিয়াম বলেন, ‘অন্তর্জাল যদি মানুষ দেখেন তাতে নির্মাতারা অনুপ্রাণিত হবেন। তখন অন্য নির্মাতারা ভিন্ন জনরার গল্প নিয়ে সিনেমা বানাবেন। আমাদের দেশে বেশ কিছু জনরা রয়েছে যেগুলো নিয়ে বেশি কাজ হয়নি। যেমন কমেডি, হরর এবং হরর কমেডি। এই জনরাগুলো অনেকটাই অধরা রয়ে গেছে। তবে এগুলোর দর্শক আছে।’

জওয়ান সিনেমা চলাকালেই মুক্তি পেল অন্তর্জাল। জওয়ান দেখতে এসে সিয়ামকে কাছে পেয়ে সেলফি তুলেছেন শাহরুখ ভক্তরা। এ বিষয়ে সিয়াম বলেন, ‘সেটা তো শাহরুখ খানকে পাচ্ছে না দেখে তুলছে। আমি নিজেও শাহরুখ খানের ফ্যান। তবে দেশের সিনেমায় ভালোভাবে ব্যবসা করতে হলে এবং ইন্ডাস্ট্রি গ্রো করতে হলে আমাদের নিজের দেশের সিনেমাই লাগবে।’

অন্তর্জাল সিনেমায় বিদ্যা সিনহা মিম অভিনয় করেছেন নিশাত চরিত্রে। ছবির একটি চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল। তার চরিত্রের নাম প্রিয়ম। রোবট নিয়ে কাজ করতে দেখা যায় তাকে। আরও অভিনয় করেছেন এবিএম সুমন, মাশরুর রাব্বি ইনান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ কর্মীর বাড়িতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ 

ক্রিকেট ইতিহাসে এই রেকর্ড করতে পারেনি আগে কেউ

সিনেমা বানিয়ে তাক লাগাতে চান জয়

জাতীয় দলেও নেই, ক্লাবেও নেই—গারনাচোর ভবিষ্যৎ অন্ধকার

বৈরী আবহাওয়াও আটকাতে পারেনি তাদের

দেয়াল টপকে সংসদে ঢোকার চেষ্টা, অভিযুক্ত আটক

উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে ল্যাম্পপোস্টের তার চুরি

বাড়ল আকরিক লোহার দাম 

মেলবোর্ন স্টেডিয়ামে বিপিএল খেলা পাক ক্রিকেটারের নামে স্ট্যান্ড

কাঁচা মাছ চিবিয়ে খান তিনি

১০

যুক্তরাষ্ট্রের শক্তিশালী বহুমাত্রিক যুদ্ধবিমান বিধ্বস্ত

১১

পারমাণবিক অস্ত্রাগার উন্নত করছে চীন, নেপথ্যে কী?

১২

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে আর্জেন্টাইন কোচ

১৩

গোপনে বিয়ে করলেন জিয়া মানেক

১৪

উপদেষ্টা মাহফুজের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত 

১৫

রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

১৬

উড্ডয়নের সময় এফএ-১৮ যুদ্ধবিমান বিধ্বস্ত, ককপিটে ছিলেন ২ পাইলট

১৭

ভবদহের চার দশকের দুঃখের অবসান হতে যাচ্ছে

১৮

এইচএসসি পাসেই এনজিওতে চাকরির সুযোগ

১৯

সালমানকে নিয়ে অভিমান প্রকাশ করলেন ঐশ্বরিয়া

২০
X