বিয়ে করেছেন কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার। পারিবারিকভাবে ব্যবসায়ী আসিফ নাওয়াব চিশতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পারিবারিকভাবেই হয়েছে এই বিয়ে। ১৭ জুন ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কণ্ঠশিল্পীর বাগদান ও আকদ অনুষ্ঠিত হয়। এতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বন্ধু-বান্ধব ও সংগীতাঙ্গনের অনেকেই ছিলেন। এক মিউচুয়াল বন্ধুর মাধ্যমে ব্যবসায়ী আসিফ নাওয়াবের সঙ্গে পরিচয় হয় বুশরার। পিএইচডির কারণে ৫ বছর ধরে ভারতে ছিলেন এই কণ্ঠশিল্পী। চিশতির সঙ্গে তার কথোপকথন শুরু হয় অনলাইনে। অল্প সময়ে বন্ধুতে পরিণত হন তারা। পরে বিয়ে পর্যন্ত গড়ায় তাদের সম্পর্ক। বিয়ের পর সবার কাছে দোয়া চেয়েছেন নবদম্পতি। জানা গেছে, ডিসেম্বরে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২২ সালে বুশরা শাহরিয়ারের ‘একশ নালিশ’, ‘তোমার যদি’ গানটিসহ ‘ভালোবাসার বাংলাদেশ’, ‘খেলাধুলার বাংলাদেশ’, ‘গল্প হবি আয়’ ইত্যাদি মিউজিক ভিডিও বেশ জনপ্রিয়তা লাভ করে।
মন্তব্য করুন