ক্যারিয়ারে সুসময় পার করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কাজের বাইরে ব্যক্তিজীবনের নানা বিষয়ে বিভিন্ন সময় প্রশ্নের মুখোমুখি হতে হয় এই অভিনেত্রীকে। সেগুলোর মধ্যে একটি প্রশ্ন থাকে তার বিয়ের বিষয়ে। বিয়ে নিয়ে কী ভাবেন এই অভিনেত্রী, সেটা জানতে কৌতূহলী বাঁধনের কিছু ভক্ত।
বিয়ে নিয়ে কিছু ভাবছেন কি না? এমন প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমকে বাঁধন বলেন, ‘আমি বিয়ে নিয়ে কিছুই আর ভাবি না। মাঝেমধ্যে এমন মনে হয় না যে একটা জীবনসঙ্গী থাকতে পারে। কিন্তু অনেস্টলি বলছি, আমার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাইনি। এমনটা যে তার দেখা পেয়েছি, সেটাও না। আগেও না, এখনো না।’
মা-বাবার সঙ্গেই থাকেন অভিনেত্রী বাঁধন। পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ে নিয়ে তেমন আলাপ হয় না তার। কেউ তাকে বিয়ের বিষয়ে বাড়তি চাপও দেন না। এ বিষয়ে পুরো স্বাধীনতা রয়েছে অভিনেত্রীর।
বাঁধন বলেন, ‘আমার মা-বাবা কিন্তু বিয়ে নিয়ে কোনো দিনই কিছু বলেন না। তারা এগুলো আমার ওপর ছেড়ে দিয়েছেন। যদি মনের মতো জীবনসঙ্গী পাই, মনে হয় পথচলাটা একসঙ্গে চলতে পারি, এমন ছেলে পেলে তাহলে হয়তো সিদ্ধান্ত নিতে পারি। আমি এখনো নট শিওর—ভবিষ্যতে কী হবে। তবে মনের মতো জীবনসঙ্গী খুঁজছি।’
বর্তমানে ‘এশা মার্ডার : কর্মফল’ চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত বাঁধন। সিনেমাটি পরিচালনা করছেন সানী সানোয়ার। সোমবার (১৮ ডিসেম্বর) থেকে ময়মনসিংহে দ্বিতীয় ধাপের শুটিং চলছে ছবিটির। সিনেমায় বাঁধন ছাড়া অভিনয় করছেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, পূজা এগনেজ ক্রুজ, শরীফ সিরাজ, মাজনুন মিজান প্রমুখ।
মন্তব্য করুন