ঈদুল আজহাকে ঘিরে টেলিভিশনে তারকাদের নিয়ে বরাবরের মতোই ছিল বর্ণিল আয়োজন। তেমনই এক ঈদ আড্ডায় অংশগ্রহণ করেছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম।
অনুষ্ঠানে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, কোন নায়কের কোন প্রতিভা ভালো লাগে তার। প্রথমে চিত্রনায়ক সিয়ামের বিষয়ে মিম বলেন, সিয়ামের ভেতর হিরোর যেই গুণগুলো থাকা দরকার, সেগুলো আছে। তাকে বর্তমানের আলোচিত নায়ক বলা যায়। আমি তাকে বলিউডের কার্তিকের সঙ্গে তুলনা করি। সিয়ামের সঙ্গে কার্তিকের অভিনয়ের মিল খুঁজে পাই।
চিত্রনায়ক জায়েদ খানের বিষয়ে জানতে চাইলে মিম বলেন, জায়েদ খানের ফেসবুকে কোনো ভিডিও এলেই আমি দেখি। বিশেষ করে মন খারাপ থাকলে তার ভিডিও দেখলে মন ভালো হয়ে যায়। খুব ভালো লাগে। মন খারাপ থাকলেও হাসি পায়। এক কথায় তার ভিডিও দেখলে আমার হাসি পায়। কেন পায় তা জানি না।
মন্তব্য করুন