বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে কলির দেখা পেলেন নিপুন

অভিনেতা মাহমুদ কলি। ছবি : সংগৃহীত
অভিনেতা মাহমুদ কলি। ছবি : সংগৃহীত

আশি ও নব্বই দশকের নায়ক মাহমুদ কলি। অভিনয় দক্ষতা, সৌন্দর্য ও স্টাইলিশ হেয়ার কাট অন্য নায়কদের চেয়ে তাকে আলাদা গ্রহণযোগ্যতা এনে দিয়েছিল। এবার শিল্পী সমিতির নির্বাচনে শিল্পীদের মন জয় করার দায়িত্ব নিচ্ছেন এ অভিনেতা। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়িকা নিপুন আক্তারের প্যানেলের সভাপতি হচ্ছেন তিনি।

কলি এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর পরের বছর ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন

মাহমুদ কলি বাংলাদেশের স্বনামধন্য চিত্রনির্মাতা আজিজুর রহমান বুলির ছোট ভাই। মূলত ভাইয়ের হাত ধরেই তিনি চলচ্চিত্রে আসেন। তার প্রথম চলচ্চিত্র ‘মাস্তান’। তিনি এই চলচ্চিত্রে সহঅভিনেতার ভূমিকায় ছিলেন।

নির্বাচন নিয়ে কলি বলেন, ‘এর আগে আমি দুবার এই সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকের পদে ছিলাম। আবার এসেছি। চলচ্চিত্রের অন্য সংগঠন ও সরকারের সঙ্গে সম্পর্ক করে দেশের সিনেমাকে এগিয়ে নেওয়াই হবে আমার মূল লক্ষ্য। এ ছাড়া সমিতির পদ নিয়ে যে সংকট তৈরি হয়েছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তার সমাধান চাই। জানি আমাদের অনেক কিছু সীমিত, সেটা নিয়ে ভাইয়ের কিছু নাই। যা আছে তাই নিয়ে সিনেমার উন্নয়নে কাজ করব। আমি ব্যবসা নিয়ে ব্যস্ত আছি। তার মানে এই নয় আমি চলচ্চিত্র, শিল্পী ও শিল্পী সমিতি থেকে দূরে আছি। এই সমিতি নিয়ে আমার সুন্দর স্মৃতি আছে। আশা করছি সেই স্মৃতি আবার ফিরিয়ে নিয়ে আসব।’

এ সময় তিনি তার বিপরীত প্যানেলের সভাপতি পদ প্রার্থী অভিনেতা মিশা সওদাগর প্রসঙ্গে আরও বলেন, ‘মিশা সওদাগর আমার ছোট ভাই। আমি যখন সভাপতি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, মিশা সবসময় আমার পাশে থেকে শিল্পের জন্য শিল্পীদের জন্য কাজ করেছে। মিশা ভালো মানুষ কিন্তু নির্বাচন নির্বাচনের মতো হবে। নির্বাচন যেন সুষ্ঠু হয়, প্রত্যেক সদস্য যেন বিচার-বিবেচনা করে ভোট দেয় সেটিই হবে বড় কথা। মিশা আমার ছোট ভাই, সে ভালো মানুষ, কোনো সমস্যা নেই।’

কলি ১৯৭৮ সালে অশোক ঘোষ নির্মিত ‘তুফান’ চলচ্চিত্রে মূল নায়কের ভূমিকায় অভিনয় করেন। তিনি ৬১টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। শাবানা, ববিতা, রোজিনা, অলিভিয়া, দিতি, চম্পা, অঞ্জনা, সূচরিতা, নূতনসহ অনেক নায়িকার বিপরীতে দেখা গেছে তাকে। তার উল্লেখযোগ্য সিনেমা ‘লাভ ইন সিঙ্গাপুর’, ‘গোলমাল’, ‘নেপালি মেয়ে’, ‘শ্বশুরবাড়ি’, ‘সুপারস্টার’, ‘গ্রেপ্তার’, ‘খামোশ’, ‘মহান’, ‘দেশ বিদেশ’, ‘মা বাপ’ ইত্যাদি।

উল্লেখ্য, আগামী ২৭ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনে ৩টি প্যানেল হতে যাচ্ছে। কলি-নিপুণ প্যানেল ছাড়াও একটিতে ডিপজল-মিশা প্যানেল, আরেকটি প্যানেলে সভাপতি পদে ড্যানি সিডাক থাকার কথা শোনা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১০

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১১

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১২

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৩

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৪

বিজয় থালাপতি এখন বিপাকে

১৫

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৬

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৭

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৮

সুর নরম আইসিসির

১৯

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

২০
X