দীর্ঘদিন ধরেই অসুস্থ টাইটানিক সিনেমার জনপ্রিয় ‘মাই হার্ট উইল গো অন’ গানের কণ্ঠশিল্পী সেলিন ডিওন। তাই অনেক দিন ধরে সংগীতভুবন থেকে দূরে আছেন তিনি।
সেলিন ডিওনের বিষয়ে তার বোন ক্লাউডেট জানিয়েছেন, বিরল রোগের ভুগছেন কণ্ঠশিল্পী। সঠিক চিকিৎসার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বিরল এই রোগের সঠিক ওষুধ খুঁজে পাওয়া কঠিন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। সেলিনও লড়াই চালিয়ে যাচ্ছেন রোগের বিরুদ্ধে। সুস্থতার জন্য সব চেষ্টাই করছেন গায়িকা।
সেলিনের বিরল রোগের বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগে আক্রান্ত ব্যক্তির সব পেশিতে নানা ধরনের টান লাগতে শুরু করে। এমনকি রোগী বারবার উল্টে পড়ে গিয়ে, চোট পেতে পারেন। কোনো পেশির ওপরেই রোগীর কোনো নিয়ন্ত্রণ থাকে না।
আরও পড়ুন : নায়কের জন্মদিনের ব্যানার টাঙাতে গিয়ে দুই ভক্তের মৃত্যু
উল্লেখ্য, ‘টাইটানিক’ সিনেমার গান ‘মাই হার্ট উইল গো অন’-এর জন্য সেরা গায়িকা হিসেবে অস্কার পান সেলিন ডিওন।
জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর জীবনে এর আগেও অনেক এক ঝড় বয়ে গেছে। ২০১৪ সালে তার স্বামী রেনে অ্যাঞ্জেলিলের ক্যানসারের সময় নিজের ক্যারিয়ার থেকে বিরতি নিয়েছিলেন তিনি।
সূত্র : ডেইলি মেইল
মন্তব্য করুন