দক্ষিণী সিনেমায় দুই দশকের বেশি কাজ করছেন বাহুবলী সিনেমার নায়িকা তামান্না ভাটিয়া। তার কাছে রয়েছে একটি হীরার আংটি। সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বিশ্বের পঞ্চম বড় হীরাটি রয়েছে তার আংটিতেই।
আংটিটি তামান্না উপহার পেয়েছেন অভিনেতা রামচরণের স্ত্রী উপাসনা কোনিডেলার কাছ থেকে। হীরাটির বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা।
ইতোপূর্বে উপাসনা ও রামচরণের প্রযোজনায় ‘সাইরা নরসিমা রেড্ডি’ ছবিতে অভিনয় করেছিলেন তামান্না। এই সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। তাই খুশি হয়েই প্রযোজক উপাসনার পক্ষ থেকে এই উপহার পান অভিনেত্রী। সর্বশেষ তামান্নাকে দেখা গেছে ‘লাস্ট স্টোরিজ-২’ সিনেমায়।
সূত্র : আনন্দবাজার।
মন্তব্য করুন