সুপারস্টার রজনীকান্তের সিনেমা দেখার জন্য ভারতের চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন অফিসে কর্মীদের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১০ আগস্ট মুক্তি পাবে তার অভিনীত নতুন ছবি ‘জেইলার’। এ উপলক্ষে ছুটি ঘোষণা করেছে চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন অফিস, যাতে প্রথম দিনেই সিনেমাটি উপভোগ করতে পারেন কর্মীরা। শুধু তা-ই নয়, কর্মীদের বিনামূল্যে টিকিট দিচ্ছে বিভিন্ন অফিস।
‘ইউনো অ্যাকুয়া কেয়ার’ নামে একটি প্রতিষ্ঠান এ উপলক্ষে ছুটি ঘোষণার পর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিষ্ঠানটির নোটিশে বলা হয়েছে, “রজনীকান্তের ‘জেইলার’ ছবির মুক্তি উপলক্ষে ১০ আগস্ট ছুটি ঘোষণা করছি আমরা। এ ছাড়া পাইরেসি বন্ধে উৎসাহ দিতে আমাদের সাবেক কর্মীদেরও বিনামূল্যে টিকিট দিয়েছি।”
আরও পড়ুন : বয়সের ব্যবধান ৩৯, পাত্তা দিচ্ছেন না তামান্না
উল্লেখ্য, ২০০ কোটি রুপির বাজেটে নির্মিত হয়েছে ‘জেইলার’ সিনেমা। এটি নির্মাণ করেছেন নেলসন। অ্যাকশন ঘরানার এই ফিল্মে আরও আছেন জ্যাকি শ্রফ, তামান্না ভাটিয়া, প্রিয়াঙ্কা মোহন, রাম্য কৃষ্ণান, শিব রাজকুমার, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে মালায়লাম তারকা মোহনলালকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন