নাগা চৈতন্য ও শোবিতা ধুলিপালা বর্তমানে দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির অন্যতম মিষ্টি জুটি। তাদের রসায়নে ভক্তরা প্রতিনিয়ত মুগ্ধ হয়ে পড়েন। অনেক সেলিব্রেটি জুটির ভালোবাসা যেমন কোনো সিনেমার সেটে বা পার্টিতে শুরু হয়, তাদের ক্ষেত্রে কিন্তু গল্পটা একটু ভিন্ন, এই দুই তারকার জীবনে ভালোবাসার দূত হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম।
সম্প্রতি নাগা চৈতন্য হাজির হয়েছিলেন জগপতি বাবুর সঞ্চালিত জি৫ টক শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’-তে। সেখানে তিনি খোলাখুলিভাবে জানিয়েছেন, কীভাবে তার বর্তমান স্ত্রী শোবিতা ধুলিপালার সঙ্গে তার কথা ও দেখা হয় এবং কীভাবে তাদের প্রেমের গল্প ফুটে ওঠে।
নাগা চৈতন্য জানান, ইনস্টাগ্রামই ছিল তাদের ভালোবাসার সেতুবন্ধ।
নাগা বলেন, ‘আমরা ইনস্টাগ্রামে যোগাযোগ করি। ভাবতেও পারিনি, আমার সঙ্গীকে আমি সেখানে খুঁজে পাব। আমি তার কাজের সঙ্গে আগে থেকেই পরিচিত ছিলাম। একদিন আমি যখন তার ক্লাউড কিচেন নিয়ে পোস্ট করেছিলাম, সে তাতে একটি ইমোজি দিয়ে কমেন্ট করে। সেখান থেকেই আমাদের কথাবার্তা শুরু হয়, আর তার কিছুদিনের মধ্যেই আমাদের দেখা হয়’।
এরপর নাগা শোবিতাকে তার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হিসেবে বর্ণনা করেন।
এই সাক্ষাৎকারের একটি মজার র্যাপিড ফায়ার পর্বে তাকে জিজ্ঞাসা করা হয়, কোন জিনিস ছাড়া তিনি বাঁচতে পারবেন না? বিন্দুমাত্র দেরি না করে তিনি উত্তর দেন, ‘আমার স্ত্রী শোবিতা।’
একই সময় নাগা চৈতন্য আরও মজার এক ঘটনার কথা স্মরণ করেছেন তার স্ত্রীকে ঘিরে। তিনি জানান, তার ‘থ্যান্ডেল’ ছবির একটি গান ‘বুজ্জি ঠাল্লি’ নিয়ে স্ত্রী তার উপর রেগে গিয়েছিলেন। ঘটনাটি বর্ণনা করতে গিয়ে চৈতন্য বলেন, ‘বুজ্জি ঠাল্লি’ আসলে আমার স্ত্রীর ডাকনাম। সে ভেবেছিল আমি পরিচালক চন্দু মণ্ডেটিকে বলেছি গানটিতে এই নামটা ব্যবহার করতে। কয়েক দিন সে আমার সঙ্গে কথা বলেনি, কিন্তু আমি এমনটা কেনই বা করব!’ বলে হেসে ফেলেন তিনি।
এদিকে নাগা চৈতন্যকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘থ্যান্ডেল’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে। এটি একটি তেলেগু ভাষার রোমান্টিক অ্যাকশন থ্রিলার, যেখানে এক জেলের গল্প বলা হয়েছে, যিনি ভুলবশত পাকিস্তানের জলসীমায় প্রবেশ করেন।
এছাড়া তিনি বর্তমানে অভিনয় করতে চলেছেন নতুন একটি প্রজেক্টে, যার অস্থায়ী নাম ‘এনসি টুয়েন্টিফোর’। ছবিটি পরিচালনা করছেন ‘ভীরুপাক্ষ’ খ্যাত পরিচালক কার্তিক বর্মা দান্ডু। এ ছবিতে নাগা চৈতন্যকে দেখা যাবে এক ধন-অনুসন্ধানীর ভূমিকায়। গত বছর নাগার জন্মদিনে ছবিটির ঘোষণা দেওয়া হয় এবং এটি একটি মিথিক্যাল থ্রিলার ঘরানার চলচ্চিত্র হতে চলেছে বলে জানা গেছে।
মন্তব্য করুন