দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে তিনি বরাবরই সরব ছিলেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাদের পক্ষে নিজের অবস্থানও নিশ্চিত করেন এই নায়িকা। এবার সরকার পতনের পর বাংলাদেশে ঘটে যাওয়া বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি।
একটি ছবি শেয়ার করে শ্রীলেখা লিখেছেন,‘ছাত্ররা আগামীর স্বপ্ন দেখে ধ্বংস করে না।’ তার শেয়ার করা ছবিতে লেখা ছিলো, ‘আপনারা আশে পাশের মন্দির-গির্জার খেয়াল রাখুন। কোনো রাজনৈতিক দলের প্রতিশোধ নেয়ার জন্য ছাত্ররা বুলেটের সামনে বুক পেতে দেয়নি।’ তার এই স্ট্যাটাস মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
এর আগে শ্রীলেখা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশকিছু স্ট্যাটাস দেন। শান্তি এবং ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলেন তিনি।
মন্তব্য করুন