ব্রাজিলের বেলেম শহরে শুরু হচ্ছে জাতিসংঘের ৩০তম জলবায়ু সম্মেলন (কপ৩০)। প্যারিস চুক্তির এক দশক পূর্তিতে আয়োজিত এই সম্মেলনকে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন প্রতীকী ও গুরুত্বপূর্ণ এক মোড় ঘোরানো আয়োজন।
বিশ্বের প্রায় সব দেশ অংশ নিচ্ছে দুই সপ্তাহব্যাপী এই আলোচনায়। তবে এবারের সম্মেলনে কোনো নির্দিষ্ট থিম নেই। তবুও প্রধান আলোচনার বিষয় হচ্ছে—বড় দূষণকারী দেশগুলোর কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি এবং উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা নিশ্চিত করা।
জাতিসংঘের তথ্যমতে, এখনো অনেক দেশ তাদের নতুন কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা জমা দেয়নি। ফলে চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মতো বড় অর্থনীতি ও নিঃসরণকারী দেশগুলো এবার জবাবদিহির মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে জলবায়ু অর্থায়ন। ধনী দেশগুলো ২০৩৫ সালের মধ্যে বছরে ৩০০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিলেও, বিশেষজ্ঞদের মতে এটি প্রয়োজনের তুলনায় অনেক কম। উন্নয়নশীল দেশগুলো এবার আরও নির্দিষ্ট ও বাধ্যতামূলক অঙ্গীকারের দাবি তুলবে।
আয়োজক দেশ ব্রাজিল এবারে নতুন তহবিলের ঘোষণা দিতে যাচ্ছে—ট্রপিক্যাল ফরেস্টস ফরএভার ফান্ড (টিএফএফএফ)। এ তহবিলে ১২৫ বিলিয়ন ডলার সংগ্রহ করে বন সংরক্ষণে কার্যকর দেশগুলোকে পুরস্কৃত করা হবে।
মন্তব্য করুন