

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করছেন মাদারীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা এরই মধ্যে ঢাকায় যাওয়ার জন্য বাস, মাইক্রো, ব্যান্ডপার্টি ভাড়া করাসহ বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছেন। জেলাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ দেখা গেছে।
এ জেলার ৫টি উপজেলা থেকে তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় যাবেন ৩০ হাজারেরও বেশি মানুষ। প্রস্তুত রাখা হচ্ছে আড়াই শতাধিক বাস ও অসংখ্য মাইক্রো গাড়ি।
দলীয় সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিলে আলোচনা সভার মাধ্যমে দায়িত্ব ভাগ করে নিয়েছেন। এরই মধ্যে জেলা বিএনপির পক্ষ থেকে রাজৈর ও সদর দুই উপজেলার জন্য ২২টি বাস ও অসংখ্য মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছে। শিবচর, কালকিনি ও ডাসার উপজেলায়ও কয়েক শতাধিক বাস ও মাইক্রো প্রস্তুত রেখেছে বিএনপি। এদিকে যুবদলের পক্ষ থেকে আলাদাভাবে প্রতিটি উপজেলায় গাড়ি ভাড়া করা হচ্ছে। মাদারীপুর থেকে দুইশ থেকে আড়াইশ গাড়ি যাবে ঢাকায়। এ যাত্রা শুরু হবে ২৪ ডিসেম্বর রাত থেকে। তবে আজকে থেকেই নিজ উদ্যোগে অনেকে ঢাকা যাওয়া শুরু করেছেন।
মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জাকির বলেন, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করে ঢাকায় যাওয়ার জন্য কেন্দ্রের থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা যেভাবে দিকনির্দেশনা দেবেন আমরা সেভাবেই তাদের সঙ্গে যাব।
জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু বলেন, সোমবার ফরিদপুরে বিভাগীয় সভা করা হয়েছে। আমাদের এই জেলা থেকে শুধু যুবদলেরই ২২৫টি গাড়ি যাবে বলে টার্গেট নিয়েছি। আমাদের সঙ্গে ১০ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেবে। প্রতিটি উপজেলায় দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে স্থানীয় নেতারা গাড়ি ভাড়া করছেন।
মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান বলেন, বিএনপি ও অঙ্গসংগঠন মিলে ২০ থেকে ২৫ হাজার মানুষ ঢাকায় যাব। এরই মধ্যে মাদারীপুর-২ আসন রাজৈর ও সদর উপজেলার জন্য ২২টি বাস ও অগণিত মাইক্রো ভাড়া করা হয়েছে। এই আসন থেকে প্রায় ৫ হাজার লোকের আয়োজন করা হয়েছে। পুরো জেলার ৫৯টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা থেকে প্রায় দেড়শ থেকে দুইশ গাড়ি ঢাকায় যাবে।
মাদারীপুর আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি (একাংশ) মোফাজ্জল হোসেন সান্টু বলেন, বিভিন্ন সংগঠন গাড়ি ভাড়া নিচ্ছে। তবে এখন পর্যন্ত কতগুলো গাড়ি ভাড়া হয়েছে তা আমার জানা নাই। জেলায় মোট ছোটবড়ো মিলিয়ে তিন শতাধিক বাস আছে।
উল্লেখ্য, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচিত হয়ে সরকার গঠনের পর ২০০৮ সালে স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেশত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। পরে তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে আওয়ামী লীগের বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় দেশে ফিরে আসতে পারেননি তিনি। গত ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর মামলার দণ্ডাদেশ থেকে মুক্তি পান তারেক রহমান।
মন্তব্য করুন