স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল মাতাতে বাংলাদেশে যেসব বিদেশি ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

বিপিএলের পরবর্তী আসর শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। তবে অংশগ্রহণকারী দলগুলো এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু করতে পারেনি। সাধারণত, আইপিএল শুরুর আগেই প্রতিটি দলের ক্রিকেটারদের ক্যাম্পে যোগ দিতে দেখা যায়। তবে সেরকম চিত্রের দেখা মেলে না বিপিএলে।

অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর ওপর নির্ভর করে বিদেশি ক্রিকেটারদের দলে পেতে অপেক্ষা করতে হয় বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের। বিপিএল ঘিরে প্রস্তুতি শুরু হলেও এখনো অনেক দলেরই বিদেশি ক্রিকেটার এসে যোগ দেননি। তবে টুর্নামেন্ট শুরুর আগেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই অন্তত কয়েকজন করে খেলোয়াড়কে দলে পেতে আশাবাদী।

২৬ ডিসেম্বর সিলেটের মাটিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসর। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির। সোমবার রাতে সিলেটে পৌঁছান তিনি। জানা গেছে, ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলি ও আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ছাড়া দলের অন্য বিদেশিরা উদ্বোধন ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন।

রাজশাহী ওয়ারিয়র্সের বিদেশি ক্রিকেটারদের মধ্যে সরাসরি চুক্তিতে থাকা পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান ও অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ এরই মধ্যে বাংলাদেশে পৌঁছেছেন। পাশাপাশি নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানেও দলে যোগ দিয়েছেন। রাজশাহীর স্কোয়াডকে আরও সমৃদ্ধ করতে পাকিস্তানের হুসেইন তালাত এবং শ্রীলঙ্কার পেসার বিনুরা ফার্নান্দোও বাংলাদেশে এসে পৌঁছেছেন।

রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথমে বাংলাদেশে এসেছেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। ব্যাট ও বল হাতে কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য থাকায় তাকে নিয়ে আশাবাদী দলটি। ঢাকা ক্যাপিটালসের বিদেশিদের মধ্যে ইমাদ ওয়াসিম এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আজ বা কালকের মধ্যে আরও কয়েকজনের দলের যোগ দেওয়ার কথাও নিশ্চিত করেন তারা। জানা গেছে, পাকিস্তানি ক্রিকেটাররা টুর্নামেন্টে ব্যস্ত থাকায় তাদের বিপিএল শুরুর আগেই পেতে আশাবাদী তারা।

এদিকে চট্টগ্রাম রয়েলস ও নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির কোনো বিদেশি ক্রিকেটার এখনো বাংলাদেশে পৌঁছাননি। তবে বিসিবি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যেই বাকি দলগুলোর সব বিদেশি ক্রিকেটার দলে যোগ দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার

অনেকের ভিসা প্রত্যাখ্যান, কারণ জানাল যুক্তরাষ্ট্র

নাক-ঠোঁট নিয়ে কটু মন্তব্যে ভেঙে পড়েছিলেন মাধুরী

সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া কেউ বক্তব্য দেবেন না : সালাহউদ্দিন

প্রেমের প্রস্তাব দেওয়ায় স্টাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী!

হঠাৎ পেশি কাঁপছে? কখন চিকিৎসকের পরামর্শ জরুরি

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল / ট্রাস্টের চেয়ারম্যান ও ট্রেজারার অপসারণ এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি

আগামী ৩ দিন কী করবেন তারেক রহমান, জানালেন সালাহউদ্দিন

শরীকদের জন্য কয়েকটি আসন ছেড়ে দিল বিএনপি

বিপিএল / সিলেট-চট্টগ্রাম পর্ব থেকে ছিটকে গেলেন বাংলাদেশের তারকা স্পিনার

১০

বিএনপিতে যোগ দিলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান

১১

‘কান্তারা’র দৈবকে ‘ভূত’ বলে তোপের মুখে রণবীর, পাশে দাঁড়ালেন গুলশান

১২

সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

১৩

তারেক রহমান দেশে ফিরে আগে মায়ের সঙ্গে দেখা করবেন : সালাহউদ্দিন

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

১৫

ওসমান হাদির ঘটনায় হাইকমিশনারকে যে বার্তা দিল ভারত

১৬

শীতের কুয়াশায় বাড়ছে শ্বাসকষ্ট? সুস্থ থাকতে যা জানা জরুরি

১৭

প্রাইভেট শেষে বাড়ি ফেরা হলো না হাফেজ সাইফুলের

১৮

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে সিরাজগঞ্জ

১৯

পা ভেঙে দুই মাসের জন্য মাঠের বাইরে ইসাক

২০
X