কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

হরমোনজনিত সমস্যায় দেশের ৫০ শতাংশ মানুষ, জানেন না ৯০ শতাংশই

হরমোন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি : সংগৃহীত
হরমোন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি : সংগৃহীত

দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশ মানুষ কোনো না কোনো হরমোনজনিত সমস্যায় ভুগছে। তবে এদের ৯০ শতাংশরই জানা নেই তারা এ ধরণের সমস্যায় ভুগছে। এমন তথ্য জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (২৪ এপ্রিল) ’হরমোন দিবস ২০২৪‘ উপলক্ষে অ্যাসোসিয়েশন অব এন্ডোক্রিনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ (এসিইডিবি) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বক্তারা দেশে হরমোনজনিত রোগের বর্তমান চিত্র তুলে ধরার সময় এই তথ্য জানান।

বাংলাদেশে প্রথমবারের মত দিবসটি পালনের উদ্যোগ নেয় হরমোন চিকিৎসকদের সংগঠন ’এসিইডিবি‘। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ড্রোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন আহমেদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মীর মোশাররফ হোসেন, অধ্যাপক ডা. এ কে এম আমিনুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. ইন্দ্রজিত প্রসাদ প্রমুখ।

প্রধান আলোচকের বক্তব্যে ডা. ফরিদ উদ্দিন বলেন, জাতীয় স্বার্থের জন্য এসিইডিবি কাজ করবে। প্রান্তিক অঞ্চলের সাধারণ মানুষ হরমোন সর্ম্পকে বোঝে না। ডায়াবেটিস, গলগন্ড, থাইরোয়েডের মতরোগগুলো যে হরমনের কারণে হয় তাও বেশিরভাগ মানুষ জানে না। আমরা আমাদের এ অ্যাসোসিয়েশন মাধ্যমে সাধারণ মানুষের সচেতন করার জন্য বাংলাদেশে এই প্রথম হরমোন দিবসের আয়োজন করেছি। মানুষের মাঝে হরমোন চিকিৎসা নিয়ে আশার সঞ্চার ও আস্থা সৃষ্টি করাই এসিইডিবি’র লক্ষ্য।

সংগঠনের সাধারণ সম্পাদক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ বলেন, দেশে ৩ কোটি মানুষ বিভিন্ন হরমোন রোগে আক্রান্ত। অথচ তারা নিজেরাও জানেন না। থাইরয়েড বা হরমোনের অভাবে শিশুর বুদ্ধিমত্তার বিকাশ জনিত সমস্যা হয়ে থাকে। ফলে জাতীর ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়ার সমূহ সম্ভাবনা থাকে। এজন্য প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে হরমোনের বিভিন্ন সমস্যা নিয়ে সচেতন থাকার জন্য সবাইকে আহবান জানাচ্ছি।

হরমোনজনিত রোগ সম্পর্কে মানুষের অজ্ঞতার কারণে এক শ্রেণির ভুয়া ডাক্তারসহ কিছু লাইসেন্সধারী চিকিকৎসক এর সুযোগ নিচ্ছেন বলে মন্তব্য করেন অধ্যাপক ডা. মীর মোশাররফ হোসেন। তিনি বলেন, না জানার কারণে ভুল চিকিৎসা ও ভুল তথ্য ছড়ানোর সুযোগ হয়। ডায়াবেটিস রোগীদের সজনে পাতা ও অনলাইনে ডায়াবেটিস প্রতিরোধে যে সব চটকদার বিজ্ঞাপন করা হয়, তা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এছাড়া যৌন উত্তেজক ওষুধ, উচ্চতা বাড়ানোর ওষুধ এসব অপচিকিৎসা ও অবৈজ্ঞানিক। এসব ওষুধ গ্রহণের ফলে মানুষ চিরতরে পঙ্গুও হয়ে যেতে পরে বলে সাবধান করেন তিনি।

এছাড়া হরমোনজনিত সমস্যা প্রতিরোধে নিয়মিত শারীরিক পরিশ্রম, আয়োডিন ও ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ, শরীরে পর্যাপ্ত রোদ লাগানো, গরম প্লাস্টিকের তৈরি পাত্রে খাবার গ্রহণ না করা ও প্রসাধনী সামগ্রী ব্যবহারের আগে হরমোন বিরোধী পদার্থ থ্যালেট, প্যারাবেন, ট্রাইক্লোসেন আছে কি না তা দেখে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এছাড়াও হরমোনজনিত বিভিন্ন সমস্যা সমাধানে বক্তব্য রাখেন, বিএসএমএমই'র হরমোন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো আতিকুর রহমান, ডা. মইনুল ইসলাম, ডা. মোরশেদ আহমেদ, বাংলাদেশ মেডিকেল কলেজের হরমোন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইয়াসমিন আক্তার ও ডা. মোবারক হোসেন জামিলসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা গ্রেপ্তার

একযোগে পদত্যাগ করলেন ভিসি, ডিন ও বিভাগীয় প্রধানরা  

ঝিলাম নদীর পানি ছেড়ে দিল ভারত, পাকিস্তানের কাশ্মীরে বন্যা

জুলাই আন্দোলনে শহীদের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরও ১৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

দিনাজপুরে ২০০ বছরের পুরোনো ঘোড়ার মেলা শুরু

ইরানের বন্দরে বিস্ফোরণ : নেপথ্যে কি ইসরায়েল?

ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

কাশ্মীর হামলাকে ‘ষড়যন্ত্র’ বলায় গ্রেপ্তার বিধায়ক

পুলিশ-রিকশাচালক সংঘর্ষে গ্রেপ্তার ১

১০

চীন সব সময় শক্তিশালী বাংলাদেশ দেখতে চায় : মির্জা ফখরুল

১১

ঢাবিতে ছাত্রদল নেতার পরিচ্ছন্নতা অভিযান

১২

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে চতুর্থ অর্থনীতি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

১৩

আবারও শাস্তির মুখে হৃদয়

১৪

কাভার্ডভ্যানচাপায় ছাত্রদল নেতার স্ত্রী নিহত

১৫

পারমাণবিক অস্ত্রে কে এগিয়ে, পাকিস্তান নাকি ভারত?

১৬

কুমিল্লায় তিন স্থানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২০

১৭

উত্তপ্ত পরিস্থিতিতে সেনাদের ‘গতিবিধি’ সম্প্রচারে কড়াকড়ি আনল ভারত

১৮

লাহোরের একাদশ থেকে বাদ পড়লেন রিশাদ

১৯

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফলে হেফাজতের প্রস্তুতি সভা

২০
X