কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গবেষণায় লাখ লাখ প্লাস্টিকের কণা মিলল পানির বোতলে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তৃষ্ণা পেলেই আগ-পাছ কিছু না ভেবেই আমরা মুখে প্লাস্টিকের বোতল লাগিয়ে ঢক ঢক করে পানি পান করি। কিন্তু এই এক বোতল পানিতেই যে কত প্লাস্টিকের কণা রয়েছে তা আমরা বুঝতেও পারি না। প্লাস্টিকের বোতলে পানি পান করলে কী ক্ষতি হতে পারে, এক গবেষণায় এ নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গবেষণা ফলটি প্রথম প্রকাশিত হয় ২০২৪ সালের জানুয়ারিতে।

নতুন এই গবেষণায় বোতলজাত পানিতে লাখ লাখ ন্যানোপ্লাস্টিকের উপস্থিতি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। অথচ কিছু দিন আগেও এমন তথ্য তাদের কাছে অজানা ছিল। পানির বোতলে থাকা এই ন্যানোপ্লাস্টিক এতটাই ছোট যে মাইক্রোস্কোপেও এই কণার উপস্থিতি ধরা পড়ে না।

গবেষকরা বলছেন, এক লিটার পানিতে সাত ধরনের প্লাস্টিকের গড়পড়তা ২ লাখ ৪০ হাজার প্লাস্টিক কণা থাকে। যেগুলোর ৯০ শতাংশই ন্যানোপ্লাস্টিক। মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই ন্যানোপ্লাস্টিক খুব সহজেই পরিপাকতন্ত্র বা ফুসফুসের টিস্যু ভেদ করে রক্তে ঢুকে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে রক্তের মাধ্যমে পুরো শরীর ও কোষে ছড়িয়ে পড়তে পারে সম্ভাব্য ক্ষতিকর এই সিনথেটিক কেমিক্যাল।

২০১৮ সালে এক গবেষণায় প্রথমবারের মতো বোতলজাত পানির ৯৩ শতাংশ নমুনায় মাইক্রো ও ন্যানোপ্লাস্টিকের উপস্থিতি খুঁজে পান বিজ্ঞানীরা। ৯ দেশের ১১টি ভিন্ন ভিন্ন পানির ব্র্যান্ডের ওপর এই গবেষণা চালানো হয়। পূর্ববতী গবেষণায় দেখা গিয়েছিল, প্রতি লিটার দূষিত পানিতে গড়ে ১০টি প্লাস্টিকের কণা রয়েছে, যা মানুষের চুলের চেয়েও প্রশস্ত।

এর বাইরেও ছোট ছোট ৩০০ কণা পেয়েছিলেন বিজ্ঞানীরা। কিন্তু এই কণা বিশ্লেষণ করা বা পানিতে আরও কণা আছে কিনা তা জানার কোনো উপায় ছিল না। তবে এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি ব্যবহার করে প্লাস্টিকের বোতলের পানিতে ন্যানোপ্লাস্টিক খুঁজে পেয়েছেন।

নতুন এই গবেষণার ফল ২০২৪ সালের জানুয়ারিতে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস জার্নালে প্রকাশিত হয়। গবেষকরা বোতলজাত পানিতে ন্যানোপ্লাস্টিকের পরিমাণ ও রাসায়নিক কাঠামো বিশ্লেষণ করেছেন। তাতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া জনপ্রিয় তিনটি ব্র্যান্ডের বোতলজাত পানিতে ১ লাখ ১০ হাজার থেকে ৩ লাখ ৭০ হাজার পর্যন্ত প্লাস্টিক বিট রয়েছে।

এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা গুরুত্বপূর্ণ অঙ্গের টিস্যু ভেদ করে অনায়েসে শরীরের ভেতর ঢুকে যেতে পারে। এতে প্লাস্টিকের রাসায়নিক লিভার, কিডনি ও ব্রেন এমনকি গর্ভের শিশুর শরীরে প্রবেশ করতে পারে। অন্তঃসত্ত্বা ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে এমন প্রমাণও পেয়েছেন বিজ্ঞানীরা।

এই সমস্যা থেকে বাঁচতে বিজ্ঞানীরা যতটা সম্ভব প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে পরামর্শ দিয়েছেন। বিশেষ করে প্লাস্টিকের কন্টেইনারে খাবার বা বেভারেজ খাওয়া পরিহার করতে হবে। এর পরিবর্তে কাঁচের গ্লাস বা স্টেইনলেস স্টিলের তৈজসপত্র ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুকিয়ে রাখা ২৯ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩ 

হাসনাতের ফেসবুক পোস্টে ৩ দাবি

যানজট ও দুর্ঘটনা রোধে মাঠে ছাত্রদলের নেতাকর্মীরা

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জবি শিক্ষার্থী ৩ দিনের রিমান্ডে

মুসলিম বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছে ‘সোনারগাঁ’ : মামুনুল হক

‘এ দেশে আ.লীগের নেতাকর্মীদের ভাত নেই’ 

ফিল্ম আর্কাইভে জাতীয় চলচ্চিত্র সংসদের সম্মেলন

‘শাহবাগে বড় স্ক্রিনে দেখানো হবে জুলাই গণহত্যার ডকুমেন্টারি’

নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত 

‘সবাইকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে একযোগে কাজ করতে হবে’

১০

ভারতের ৩৬ জায়গায় পাকিস্তানের ৪০০ হামলা

১১

কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ সিএমপি কমিশনারের

১২

অভিযোগও ভারতের, রায়ও ভারতের, হামলাও ভারতের : পাকিস্তান সেনার মুখপাত্র

১৩

আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাগর গ্রেপ্তার

১৪

ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায় : সারজিস

১৫

‘এই দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, জণগণের’

১৬

পাকিস্তানের পাশে দাঁড়াল আরও এক মুসলিম দেশ

১৭

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃত্বে শ্যামল-সিরাজ

১৮

পাকিস্তানে থাকা রিশাদ-নাহিদের অবস্থা নিয়ে যা বলছে বিসিবি

১৯

আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ, বাড়ছে জনস্রোত

২০
X