কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

যেসব প্রাকৃতিক উপায়ে দাড়ি ঘন ও মজবুত করতে পারবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেক পুরুষের কাছেই দাড়ি কেবল একটি স্টাইল নয়—এটি আত্মবিশ্বাস, পরিপক্বতা ও নিজস্বতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ উপায়। তবে সবার দাড়ি একভাবে বা একই গতিতে গজায় না। কেউ খুব সহজে ঘন দাড়ি পান, আবার কেউ ধীরে ধীরে পাতলা লোম গজাতে দেখেন। এর পেছনে মূল কারণ হলো জেনেটিক্স বা বংশগত গঠন।

তবে আপনি যদি দাড়ি গজাতে আগ্রহী হন, তাহলে কিছু প্রাকৃতিক পদ্ধতি ও স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে দাড়িকে আরও ঘন, মজবুত ও সুস্থ রাখা সম্ভব। এই লেখায় আমরা জানব কেন দাড়ি গজায়, কী কী কারণে ধীরে গজায়, আর কীভাবে প্রাকৃতিক উপায়ে আপনি আপনার দাড়ি বৃদ্ধিতে সাহায্য করতে পারেন।

দাড়ি গজানোর গতি নির্ভর করে জিনের ওপর

আপনার দাড়ি কত দ্রুত ও ঘনভাবে গজাবে, তা মূলত নির্ভর করে আপনার জেনেটিক্সের (বংশগত গঠন) ওপর। আমাদের শরীরের প্রতিটি লোম একটি নির্দিষ্ট চক্রে গজায়, পড়ে যায়, আবার গজায়—এভাবে চলতে থাকে যতদিন না বয়সের কারণে এটি থেমে যায়।

দাড়ি গজানোর পেছনে কাজ করে একটি বিশেষ এনজাইম, যার নাম ৫-আলফা রিডাক্টেজ। এটি শরীরের টেস্টোস্টেরনকে রূপান্তর করে ডিহাইড্রোটেস্টোস্টেরনে, যা দাড়ির লোমকূপকে সক্রিয় করে।

তবে শুধু বেশি টেস্টোস্টেরন থাকলেই বেশি দাড়ি গজাবে, বিষয়টি এমন নয়। আসল বিষয় হলো, আপনার লোমকূপগুলো DHT-এর প্রতি কতটা সংবেদনশীল এবং এই সংবেদনশীলতাও আপনার জেনেটিক্সের ওপর নির্ভর করে।

দাড়ি গজানোর প্রাকৃতিক উপায়

যদিও দাড়ি দ্রুত গজানোর কোনো ম্যাজিক উপায় নেই, তবে নিচের প্রাকৃতিক অভ্যাসগুলো মেনে চললে দাড়ি ঘন, মজবুত ও স্বাস্থ্যকর হতে পারে।

১. সঠিক খাদ্যাভ্যাস :

- ভিটামিন D: এটি বন্ধ হয়ে যাওয়া লোমকূপগুলোকে আবার সক্রিয় করতে পারে। উৎস: মাছ, ডিম, সূর্যালোক, ও ফোর্টিফায়েড প্ল্যান্ট-মিল্ক।

- B ভিটামিন:

বায়োটিন: পাওয়া যায় বাদাম, দুধ, ও পুরোনো শস্যে তৈরি পাউরুটিতে। B12: পাওয়া যায় মাছ ও মাংসে।

এই ভিটামিনগুলো দাড়ির লোমকে শক্তিশালী ও সুস্থ রাখতে সাহায্য করে।

২. নিয়মিত ব্যায়াম

যদিও ব্যায়ামের ফলে সরাসরি দাড়ি গজায় না, তবে HIIT জাতীয় ব্যায়াম শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে পারে। এতে দাড়ি গজানোর পরিবেশ তৈরি হয়।

৩. ঘুমের মান উন্নত করুন

পর্যাপ্ত ও গুণগত ঘুম না হলে শরীরের স্বাভাবিক টেস্টোস্টেরন উৎপাদন কমে যায়। এতে DHT-এর পরিমাণও কমে যায়, ফলে দাড়ি ধীরে গজায়।

প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।

৪. ত্বকের পরিচর্যা

পরিষ্কার ও আর্দ্র ত্বক দাড়ির গজাতে সাহায্য করে। প্রতিদিন প্রাকৃতিক ও কোমল সাবান দিয়ে মুখ পরিষ্কার করুন। গোসলের পরে নারকেল তেল বা ক্যাস্টর অয়েল দিয়ে মুখে হালকা ম্যাসাজ করুন।

৫. ধূমপান ত্যাগ করুন

ধূমপানের ফলে ত্বকের রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফলে লোমকূপে পুষ্টি পৌঁছায় না। এতে দাড়ি গজানো কমে যেতে পারে। ধূমপান ছাড়লে রক্তসঞ্চালন উন্নত হয়, এবং দাড়ি গজানোর পরিবেশ ফিরে আসে।

৬. মাইক্রোনিডলিং

এই পদ্ধতিতে মুখে ছোট ছোট সুচের মাধ্যমে ক্ষুদ্র ছিদ্র তৈরি করা হয়, যা রক্ত চলাচল বাড়ায় এবং লোমকূপকে উদ্দীপিত করে। অনেকের ক্ষেত্রে এটি মিনোক্সিডিল (Rogaine) এর সঙ্গে ব্যবহার করলে চুল বা দাড়ি গজানোয় ভালো ফল পাওয়া যায়।

প্রচলিত কিছু ভুল ধারণা

প্রতিদিন শেভ করলে কি দাড়ি দ্রুত গজায়?

না, এটি একটি পুরোনো ভুল ধারণা। শেভ করলে শুধু লোমের মোটা অংশ দেখা যায়, তাই দাড়ি ঘন মনে হয়; কিন্তু আসলে গজানোর গতি বাড়ে না।

আয়ুর্বেদিক ওষুধ কি কাজে দেয়?

কিছু আয়ুর্বেদিক উপাদান মাথার চুলের জন্য উপকারী হলেও, দাড়ির ক্ষেত্রে নির্দিষ্টভাবে কার্যকর এমন প্রমাণ নেই। যেমন:

- বাকোপা গাছের কিছু উপাদান লোম গজাতে সাহায্য করতে পারে।

-আমলকীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের জন্য ভালো হতে পারে।

তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

দাড়ি গজাতে কত সময় লাগে?

লোম গজানোর তিনটি ধাপ থাকে:

অ্যানাজেন ফেজ: লোম গড়ে প্রতি মাসে ০.৫ ইঞ্চি বাড়ে এবং ৩-৪ বছর পর্যন্ত বাড়তে থাকে।

ক্যাটাজেন ফেজ: লোমকূপ সংকুচিত হয়, কিন্তু লোম পড়ে না (প্রায় ২ সপ্তাহ)।

টেলোজেন ফেজ: পুরোনো লোম পড়ে যায়, নতুন লোম গজানো শুরু হয়।

এই চক্র চলতে থাকে নিয়মিত, তাই ধৈর্য ধরলে আপনি ধীরে ধীরে দাড়ি বাড়তে দেখবেন।

দাড়ি গজানোকে প্রভাবিত করে যেসব বিষয়

জেনেটিক্স: আপনার পরিবারে দাড়ি পাতলা হলে আপনারও একই সমস্যা হতে পারে।

হরমোনের সমস্যা: যেমন হাইপোগোনাডিজম (টেস্টোস্টেরনের ঘাটতি)।

চাপ ও দুশ্চিন্তা: স্ট্রেসের হরমোন কর্টিসল লোম পড়ার জন্য দায়ী।

ত্বকের অবস্থা: শুষ্ক, ফাটা বা অপরিষ্কার ত্বকে দাড়ি গজানো বাধাগ্রস্ত হয়।

কখন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন?

- বয়স বাড়ার কারণে দাড়ি পড়া শুরু হলে মিনোক্সিডিল জাতীয় চিকিৎসা নিতে পারেন।

- যদি হঠাৎ করে অনেক লোম পড়ে যায় বা দাড়ি একেবারেই না গজায়, তাহলে এন্ডোক্রিনোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

- চাইলে হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ভাবতে পারেন।

দাড়ি গজানোর দ্রুত কোনো ম্যাজিক নেই। তবে আপনি চাইলে প্রাকৃতিক ও স্বাস্থ্যকর অভ্যাস মেনে চলার মাধ্যমে আপনার দাড়িকে ধীরে ধীরে ঘন, মজবুত ও স্বাস্থ্যবান করে তুলতে পারেন। খাদ্য, ঘুম, ব্যায়াম, ত্বকের যত্ন ও ধূমপান ত্যাগ—এই বিষয়গুলোতে নজর দিন। ধৈর্য ধরুন, নিজের শরীরকে সময় দিন, এবং দেখুন আপনার দাড়ি নিজস্ব সৌন্দর্য নিয়ে গজিয়ে উঠছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার সরকারি কলেজে দুর্নীতির অভিযোগে উপাধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

স্বরাষ্ট্রের সেই ধনঞ্জয় কুমার দাস বরখাস্ত

ফেনীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‌‘সরি আসিফ নজরুল’, একাত্তর ইস্যুতে জেড আই খান পান্না

যে কারণে রোনালদোর নাম লেখা জার্সি বিক্রি করছে না ম্যানইউ

রংপুরের ঘটনায় দোষীদের শাস্তি দাবি ঐক্য পরিষদের

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ৫ নেতা বহিষ্কার

একাত্তর নিয়ে বক্তব্যের পর আসিফ নজরুলের দুঃখ প্রকাশ

এক মণ চালের দামে এক কেজি ইলিশ

ভুলে ৩ কোটি টাকার হীরাভর্তি ব্যাগ নিয়ে এলেন বাংলাদেশি, অতঃপর...

১০

নতুন যুক্ত হচ্ছে ৪৫ লাখ ভোটার, বাদ পড়ছে ২১ লাখ

১১

সুষ্ঠু ও সহিংসতামুক্ত ডাকসু নির্বাচন দিন : ইসলামী ছাত্র আন্দোলন 

১২

চট্টগ্রামে সংখ্যালঘুর জায়গা দখল ও ভাঙচুরের অভিযোগ

১৩

ভয়ংকর অ-পারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক

১৪

বিএনপি নেতা কাদের গনি চৌধুরী হাসপাতালে ভর্তি

১৫

ডেঙ্গু প্রতিরোধে মহাখালীতে সচেতনতামূলক কর্মসূচি

১৬

রংপুরে হামলার ঘটনায় ১২০০ জনের নামে মামলা

১৭

জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি

১৮

সাতক্ষীরার খলিশাখালিতে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি

১৯

নিজের বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম

২০
X