কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৩:৫৬ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে ৬৪ জেলায় সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ঘোষণা 

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি : কালবেলা
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি : কালবেলা

চলমান ডেঙ্গুর প্রকোপ কমাতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ৬৪ জেলায় সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। কর্মসূচি বাস্তবায়নে সারা দেশে ১৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের কার্যক্রম চলছেই। কিন্তু মানুষের মাঝে সচেতনতার অভাব বড় প্রভাব ফেলছে। বাসা-বাড়ি পরিচ্ছন্ন রাখার কথা আমরা বারবার বলে এসেছি। কিন্তু যেভাবে হওয়ার কথা তা হচ্ছে না। ২০১৯ সালে যখন সব রেকর্ড ছাড়িয়ে যায় তখনো অপরিকল্পিত নগরায়ন ভুগিয়েছে, এখনো আছে।

তিনি বলেন, বছরের শুরুতে মেয়রদের নিয়ে বসেছি। প্রত্যেক মাসে আমরা সভা করছি। কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই উপায় আমরা বের করার চেষ্টা করছি, আমরা থেমে নেই। বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের অবস্থা ভালো। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর আমাদের অবস্থার অবনতি হয়েছে এটা বলতেই হবে। কাজেই এটি প্রতিরোধই আমাদের বড় চ্যালেঞ্জ।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা স্কাউটস, মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষা মন্ত্রণালয় ও কাউন্সিলদের সঙ্গে বসেছি। এটি প্রতিরোধে অবশ্যই আমাদের বছরব্যাপী কার্যক্রম থাকতে হবে। এ জন্য প্রত্যেকটি বাড়ির ছাদে গিয়ে গিয়ে আমরা দেখার চেষ্টা করেছি কোথায় কোথায় পানি জমে থাকছে। দুই মাসে ড্রোনের মাধ্যমে কোনো কোনো বাসায় পানি জমে আছে সেগুলো শনাক্ত করা করা হয়েছে। মনিটরিং করা হচ্ছে। আমরা আমাদের কাজ করছি, সবাইকে এগিয়ে আসতে হবে। কেন না, সামাজিক বিপ্লব ছাড়া এর থেকে উত্তোরণ কঠিন।

তিনি বলেন, আমরা ৯ লাখ ৯৬ হাজার বাসা পরির্শন করেছি। এটি অব্যাহত রাখতে হবে, জরিমানা চলমান থাকবে। এ জন্য মশক অভিযান চালাতে দীর্ঘ মেয়াদে আমাদের ম্যাজিস্ট্রেট দরকার। এ বছর ৩ কোটি ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যা সরকারের তহবিলে জমা হয়। আমরা বারবার সচেতনতার কথা বলে আসছি। কিন্তু কাজ হচ্ছে না। কাজেই এটি ছাড়া উপায় নেই।

বিটিআই জালিয়াতির বিষয়ে আতিকুল ইসলাম বলেন, এই কীটনাশক পরিবেশবান্ধব। শুরুতে মাত্র ৫ টন আনার চেষ্টা করেছি আমরা। যে ঠিকাদার নিয়ে আসে সেখানে সিঙ্গাপুর লেখা ছিল। এতে করে সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই তার বিরুদ্ধে মামলা করেছি। ভবিষ্যতে যাতে কোনোভাবে আর কাজ না পায় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিটিআই আমরা আনব। এবার ঠিকাদার নয়, নিজেরাই আনব। ইতোমধ্যে তৈরিকৃত কোম্পানির সঙ্গে যোগাযোগ হয়েছে।

একই অনুষ্ঠানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. একদাদুল হক চৌধুরী বলেন, আমাদের ধারণা ছিল ডেঙ্গু নির্দিষ্ট একটা সময়ে হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে বছরের পুরো সময়জুড়েই প্রকোপ। গত ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আমরা হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য নিয়েছি। যেখানে আমরা দেখেছি ৭৬ ভাগ রোগী ঢাকার বাইরে থেকে আসা। এ জন্য আমরা বছরব্যাপী কার্যক্রম হাতে নিয়েছি।

এ সময় ডেঙ্গু চিকিৎসার জাতীয় নীতিমালার প্রধান অধ্যাপক ডা. কাজী তারিকুল ইসলাম বলেন, চিকিৎসা দিতে গিয়ে আমরা দেখছি বর্তমানে অধিকাংশ রোগী ঢাকার বাইরের। আজ সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয়ভাবে নিতে হচ্ছে। কারণ, অতীতের সব রেকর্ড এবার ছাড়িয়েছে। বিশেষ করে মৃত্যুতে পৃথিবীর যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি। গত বছরই ছিল ভয়াবহ, সেখান থেকে এ বছর আরও ভয়ংকর রূপ নিয়েছে। এর অন্যতম কারণ, থেমে থেমে বৃষ্টি।

তিনি বলেন, ২০০০ সালে আজকের মতো এত গণমাধ্যম ছিল না। তারপরও সে সময়ে ডেঙ্গু প্রতিরোধে সবাই রাস্তায় নেমে এসেছিল। কিন্তু বর্তমানে সেটির অভাব রয়েছে। সে সময় সাড়ে ৫ হাজার রোগী আক্রান্ত হয়েছিল, মারা গিয়েছিল শ খানেক। তখনো ৩৯টি শহরে প্রকোপ ছিল। কিন্তু বর্তমানে আড়াই লাখ রোগী, মারা গেছে ১২ শতাধিক। কিন্তু সেভাবে কার্যক্রম নেই।

তারিকুর ইসলাম বলেন, সারা পৃথিবীতে ডেঙ্গুর বিস্তার এবার প্রায় কাছাকাছি। এর প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। আমরা হাসপাতালমুখী রোগী কমাতে চাই, তাহলে মশা মারার বিকল্প নেই। আগামী বছর যাতে আবারও এমন দুর্যোগে পড়তে না হয় সেজন্য এডিসের লার্ভা ধ্বংস করতে হবে। বর্তমানে যেখানে এডিসের লার্ভা নেই সেখানেও ফগিং করা হচ্ছে, তাতে ফল কতটা আসবে? রোগী আধিক্য দেখে কার্যক্রমে জোর দিতে হবে। আমাদের সবচেয়ে বড় সংকট সমন্বয়হীনতা। শুধু ডেঙ্গু নয়, অনেককিছুই সমন্বিত কার্যক্রমের অভাবে সফল হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির শুনানিতে হট্টগোল / রুমিন ফারহানার সমর্থকদের মহাসড়ক অবরোধ, এনসিপির বিক্ষোভ 

কারাগারে বিক্রমাসিংহে, মুখ খুললেন সাবেক তিন প্রেসিডেন্ট

গোল্ডেন হারভেস্টে বড় নিয়োগ

যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে দ্বিগুণের বেশি

জুম টিভির অফিসে নিরাপত্তা বাহিনীর অভিযান

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৬ লাখ মানুষকে সরানোর নির্দেশ 

হাসপাতালে বাণিজ্যিক নার্সারি, সন্ধ্যায় বসে মাদকসেবীদের আড্ডা

ইহুদিবিদ্বেষ ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ফ্রান্স

টিভিতে আজকের খেলা

এমবাপ্পের জোড়া গোলে লা লিগায় রিয়ালের সহজ জয়

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ

১১

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

১৩

এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা

১৪

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দাম কাঁচামালে

১৫

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

১৬

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

১৭

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

১৮

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

১৯

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

২০
X