কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৩:১৭ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

কোমরের ব্যথা দূর করুন ঘরোয়া উপায়ে

কোমরে ব্যথা ।  ছবি : সংগৃহীত
কোমরে ব্যথা । ছবি : সংগৃহীত

ব্যথায় ভোগা মানুষের সংখ্যা নেহাত কম নয়। এ সংখ্যা দিন দিন বাড়ছে বৈ কমছে না। ব্যথা শরীরের বিভিন্ন জায়গায় দেখা দিতে পারে। এ ক্ষেত্রে কোমরের ব্যথা বেশি যন্ত্রণাদায়ক হয়। কোমরের ব্যথার সঙ্গে সঙ্গে শরীরে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে।

কোমরের ব্যথার কারণে অনেকেই ঠিকমতো বসতে পারেন না, আবার বসলে ঠিকভাবে উঠতে পারেন না। এ জন্য এ সমস্যায় যারা আক্রান্ত, তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তাও খুঁজতে হবে।

কোমরের ব্যথা বা যে কোনো ব্যথায় অনেকেই পেইনকিলার খেতে ভালোবাসেন। এতে সাময়িক সময়ের জন্য ব্যথা চলে গেলেও মূলত সেই ব্যথা কিন্তু থেকেই যায়। এতে দেখা যায় পেইনকিলার খাওয়া বাদ দিলেই ব্যথা আরও বেশি হতে পারে। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে।

কোমরের সমস্যা সমাধান

কোমরের সমস্যা সমাধান অনেক সময় আমাদের হাতের কাছেই থাকে। আবার চাইলে ঘরোয়া উপায়েও এ ব্যথাকে দূর করা যায়। চলুন, জেনে নেওয়া যাক কীভাবে কোমরের ব্যথা দূরে রাখবেন—

১. এক জায়গায় বেশিক্ষণ বসে থাকবেন না। এতে কোমরে ব্যথা হতে পারে।

২. বসা থেকে উঠে মাঝেমধ্যে ব্যায়াম করতে পারেন। এ জন্য কোমর ভাঁজ করে কিছু শরীর চর্চা করতে পারেন। তবে কখনোই মাটিতে বসে কাজ করবেন না।

৩. নরম ম্যাট্রেস বা ফোমের বিছানায় ঘুমাবেন না।

এ ছাড়া যেসব ঘরোয়া উপায়ে কোমরের ব্যথা দূর করা যায় সেগুলো হলো—

সেঁক দেওয়া

কোথাও ব্যথা হলে প্রাথমিকভাবে সেঁক দিলে অনেকটা ভালো ফল পাওয়া যায়। এ জন্য কোমরের যেখানে ব্যথা অনুভব করবেন, সেখানে গরম সেঁক দিতে পারেন। ব্যথা কিছুটা হলেও কমে যাবে। ঝামেলা এড়াতে হট ওয়াটার ব্যাগ ব্যবহার করতে পারেন। এর মধ্যে গরম পানি ঢেলে কোমরের যেখানে ব্যথা, সেখানে দিয়ে রাখতে পারেন।

আদা

কোমরের ব্যথায় আদা দারুণ কার্যকর। কারণ, এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আর পটাশিয়ামের অভাবে নার্ভের সমস্যা দেখা দেয়। তাই প্রতিদিন নিয়মিত আদা খেলে কোমরের যন্ত্রণা অনেকটা কমে যেতে পারে।

হলুদ

প্রতিদিন নিয়ম করে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে কোমরের ব্যথা কমতে পারে।

মেথি বীজ

মেথি বীজ ও গুঁড়া দুধ একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর ব্যথার জায়গায় মিশ্রণটি লাগালে অনেকটা উপকার মিলবে।

লেবুর শরবত লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’, যা ব্যথা উপশমে খুবই কার্যকরী।

অ্যালোভেরা

অ্যালোভেরার শরবত প্রতিদিন নিয়ম করে খেলে কোমরের ব্যথা কমে যেতে পারে।

ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম জাতীয় খাদ্য

ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম জাতীয় খাদ্য প্রতিদিন নিয়ম করে খেলে কোমরের ব্যথা থেকে মুক্তি মিলতে পারে। তাই নিয়ম করে দুধ, ঘি, চিজ, ফল, শাকসবজি, বাদাম ইত্যাদি খেতে হবে।

কোমরে ব্যথা কেন হয়

লাম্বার স্পনডোলাইসিস

আমাদের কোমরে পাঁচটি হাড় আছে। এ হাড়গুলো বয়সের কারণে বা বংশগত কারণে অনেক সময় ক্ষয় হয়ে যায়, তখন তাকে লাম্বার স্পনডোলাইসিস বলা হয়।

এলআইডি

কোমরের ব্যথা হওয়ার জন্য এটি একটি শক্তিশালী কারণ। এ সমস্যা সাধারণত ২৫-৪০ বছর বয়সের মানুষের ক্ষেত্রে বেশি হয়। আমাদের দেহের মধ্যে হাড়ের যে ফাঁকা জায়গা আছে, এটি পূরণ করে ডিস্ক বা চাকতি দিয়ে। যদি কোনো কারণে এই ডিস্ক বের হয়ে যায়, তখন এটি আমাদের স্নায়ুমূলের ওপরে চাপ প্রয়োগ করে। এর ফলে আমাদের কোমরে ব্যথা হতে পারে।

লো বেক পেন

আমাদের দেহের হাড়, মাংসপেশি, স্নায়ু—তিনটি উপাদানের সামঞ্জস্য নষ্ট হলে এ ব্যথা হয়; কিন্তু কী কারণে এটি হয়, তার কারণ এখনো জানা যায়নি। বিশেষ করে যুবকদের মধ্যে এ সমস্যা বেশি দেখা দেয়।

এ ছাড়া আরও বিভিন্ন কারণে কোমরে ব্যথা হয়। যেমন :

- শিরদাঁড়ায় টিউমার ও ইনফেকশন হলে;

- মাংসপেশি শক্ত হয়ে গেলে বা মাংসপেশি দুর্বল হয়ে পড়লে;

- শরীরের ওজন বেড়ে গেলে;

- একটানা হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে;

- কোলে ভারী কিছু বহন করলে।

সূত্র : জিনিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন পেছালে উগ্রবাদের উত্থান ঘটতে পারে : রিজভী

বৃষ্টিপাত-তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

ইবি শিক্ষার্থী সাজিদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

রাতের বেলা গায়েবি নোটিশ আসে : সাদিক কায়েম

ইসলামী ব্যাংকে আলোচিত ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ অবশেষে স্থগিত

মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটির নামে সভা-সমাবেশ নয় : মুক্তিযোদ্ধা দল 

জামালপুরে শহীদ ও আহতদের পরিবারের পাশে তারেক রহমান

বুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস প্রশাসন কোথায় পায় : সারজিস

ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

১০

‘সিজি বেশি থাকলেই উড়তে হয় না জেসমিন’—ফেসবুকে ভাইরাল সংলাপ

১১

কাজী নজরুলকে নিয়ে সত্যিকারের গবেষণা হয় না : দুদু

১২

৪ বছর পর শপথ নিলেন ইউপি চেয়ারম্যান 

১৩

সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে চান? ব্যবহার করুন এই ১০টি হ্যাশট্যাগ

১৪

বিস্ফোরণ ঘটিয়ে বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান

১৫

আলুর সর্বনিম্ন দাম বেঁধে দিল সরকার

১৬

বালু-পাথর নিয়ে সিলেট জেলা প্রসাশনের নতুন নির্দেশনা

১৭

‘কুত্তার মতো পেটায়, এজন্য কি যুদ্ধ করেছিলাম’, আদালতে রিয়াদ

১৮

কুয়েট শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

১৯

ভোটকেন্দ্রে সেনাবাহিনী রাখা নিয়ে উমামার উদ্বেগ

২০
X