রংপুর ইপিজেড বাস্তবায়ন নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে। ইপিজেড বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলা শহরের থানা মোড় চারমাথা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করা হয়।
গোবিন্দগঞ্জ সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজিত এই অবস্থান কমসূচি চলাকালে রংপুর-ঢাকা মহাসড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ। পরে খবর পেয়ে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম হোসেন, থানা পুলিশ ও সেনাবাহিনীর হস্তপেক্ষে অবস্থানকারীরা সড়ক থেকে সড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে কর্মসূচি চলাকালে গোবিন্দগঞ্জের কাঁটামোড় এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কমসূচি করেছে ইপিজেডবিরোধী সাঁওতালরা।
অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জায়গায় রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রংপুর ইপিজেড) করার সিদ্ধান্ত নেয় বেপজা। সে অনুযায়ী প্রস্তাবিত এলাকার ২৫৪ একর জমি অধিগ্রহণ কাজ চলছে। এই ইপিজেডটি চালু হলে তা হবে দেশের দশম ইপিজেড; কিন্তু একটি মহল ইপিজেড বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দ্রুত অবকাঠামো নির্মাণসহ ইপিজেড বাস্তবায়নের কার্যক্রম শুরু না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
অন্যদিকে কর্মসূচি চলাকালে গোবিন্দগঞ্জের কাঁটামোড় এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি করেছে ইপিজেডবিরোধী সাঁওতালরা। এ সময় তারা তীর ধনুক ও ঢোল নিয়ে সড়কে অবস্থান করে তিন ফসসি জমিতে ইপিজেড না করার দাবি জানান। একই সঙ্গে তিন সাঁওতাল হত্যার বিচারসহ বাপ-দাদার জমি ফেরতের দাবি জানান তারা।
মন্তব্য করুন