কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১২:১১ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৭:১২ এএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধে হাইকোর্টে রিট

কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর লোগো। ছবি: সংগৃহীত
কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর লোগো। ছবি: সংগৃহীত

পদ্মা সেতু নির্মাণের উদ্দেশ্যে মোবাইল ফোনে ব্যবহৃত ব্যয়ের ওপর আরোপিত ১ শতাংশ সারচার্জ বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেছে ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)।

বৃহস্পতিবার (১০ জুলাই) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম আজাদ হোসেন। এতে বাদী হিসেবে রয়েছেন সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ। আইনজীবী আজাদ হোসেন জানান, আগামী সপ্তাহে রিটটির শুনানি হতে পারে।

রিটের আগে গত ৪ জুন সরকারের বিভিন্ন সংস্থা ও মোবাইল অপারেটরদের কাছে সারচার্জ প্রত্যাহারের দাবিতে আইনি নোটিশ পাঠায় সিসিএস। যাদের মধ্যে রয়েছেন অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিটিআরসি এবং চারটি মোবাইল অপারেটর— গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক।

নোটিশে বলা হয়, ২০১৬ সালে ‘উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) আইন, ২০১৫’-এর আওতায় মোবাইল ফোনে ব্যবহৃত খরচের ওপর এক শতাংশ হারে সারচার্জ আরোপ করে সরকার। এই অর্থ পদ্মা সেতু নির্মাণে ব্যয়ের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে ২০২২ সালে সেতুটি উদ্বোধনের পরও ওই সারচার্জ চালু রয়েছে, যা এখন পর্যন্ত ভোক্তাদের কাছ থেকে আদায় করা হয়েছে ২ হাজার কোটি টাকারও বেশি।

সিসিএস আরও জানায়, সংশ্লিষ্ট আইনের ৪ নম্বর ধারা অনুযায়ী সারচার্জ আরোপের জন্য নির্দিষ্ট মেয়াদ নির্ধারণের বাধ্যবাধকতা থাকলেও ২০১৬ সালের প্রজ্ঞাপনে কোনো মেয়াদ নির্ধারণ করা হয়নি। ফলে এক দশক ধরে এই আদায় চলমান থাকলেও তা বন্ধে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। ফলে এটি আইনপরিপন্থি এবং ভোক্তাদের অর্থনৈতিক স্বার্থের পরিপন্থি।

পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হলেও মোবাইল ব্যবহারকারীদের ওপর এই কর অব্যাহত থাকায় বিষয়টিকে ‘বেআইনি’ এবং ‘ভোক্তাবিরোধী’ উল্লেখ করে আদালতের হস্তক্ষেপ চেয়েছে সিসিএস। সংস্থাটির দাবি, প্রকল্প শেষ হওয়ার পরও এই সারচার্জ চালু রাখা জনস্বার্থের পরিপন্থি। এজন্য তারা আইনি প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মান্নাকে সিসিইউতে স্থানান্তর

শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা

জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া নিয়ে যা বললেন আসিফ

‘রাজনীতি মানে সেবা এই দর্শন প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’

নির্বাচিত হলে সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবো : হাবিব

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা

নাগরিক শোকসভায় গণমাধ্যমকর্মী লাঞ্ছিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ

শৈশবের শহরে ড. শাহীনার পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

১০

অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে : রবিন

১১

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

১২

বাংলাদেশকে নিয়ে সুখবর দিলেন খোদ ফিফা সভাপতি

১৩

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না : বাসুদেব ধর

১৪

চুলায় বসানো গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুর

১৫

জবাব দিতে সময় বেঁধে দেওয়া হলো নাজমুলকে

১৬

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড / মৃত বাবা-ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক

১৭

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

১৮

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

‘খালেদা জিয়ার সংগ্রামী জীবনই বিএনপি নেতাকর্মীদের দিকনির্দেশনা’

২০
X