কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।
আজ মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৬১২ : চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠন। ১৬৬৬ : গ্রেট ফায়ার অব লন্ডনের অবসান। ১৯০৫ : রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৩৯ : দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষতা ঘোষণা করে। ১৯৬০ : রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেন। ১৯৭১ : বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শহীদ হন। ২০০০ : প্রশান্ত মহাসাগীয় দ্বীপ টুভ্যালু জাতিসংঘে যোগ দেয়।
জন্ম
১১৮৭ : অষ্টম লুইস, ফ্রান্সের রাজা। ১৭৭৪ : ডেভিড ফ্রেডরিখ, জার্মান চিত্রকর। ১৮৮৮ : স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। ১৯৫৪ : রিচার্ড অস্টিন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। ১৯৭০ : বাংলাদশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। ১৯৭৯ : আয়ান আলি খান, ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসংগীতশিল্পী (সরোদিয়া)। ১৯৯১ : ইমরান মাহমুদুল হক, বাংলাদেশি সংগীতশিল্পী।
মৃত্যু
১১৬৫ : নিযো, জাপানের সম্রাট। ১৫৬৬ : তুর্কি সুলতান সোলাইমান আজম। ১৭৮৬ : পর্যটক জন হ্যানয়, ইংরেজ ব্যবসায়ী। ১৮৫৭ : অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী। ১৮৫৯ : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সুলেমান বন্দরনায়েক নিহত হন। ১৯৭৪ : বাংলার লোকসংগীতশিল্পী আবদুল আলীম। ১৯৯৭ : মাদার তেরেসা। ২০০৯ : সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান। ২০১৬ : দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার লিন্ডসে টাকেট।
মন্তব্য করুন