কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধ হচ্ছে কুমিল্লার সেই ইউটার্ন

কুমিল্লার পদুয়া বাজার এলাকার ইউটার্নে লরি উল্টে প্রাইভেটকারের ওপর পড়ছে। ছবি : সংগৃহীত
কুমিল্লার পদুয়া বাজার এলাকার ইউটার্নে লরি উল্টে প্রাইভেটকারের ওপর পড়ছে। ছবি : সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজারে সিমেন্টবাহী লরিচাপায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় হানিফ পরিবহনসহ লরির অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের সমন্বিত মতামতের ভিত্তিতে পদুয়ারবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন থেকে সব গাড়ি ঘুরে আসতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকার ইউটার্নটি ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। এ স্থানটিতে প্রতিনিয়ত দুর্ঘটনায় ঝরছে প্রাণ। খালি হয়েছে বহু মায়ের বুক। আহত হচ্ছেন অনেকে, দুর্ঘটনাকবলিত হয়ে পঙ্গুত্বের বোঝা বয়ে বেড়াচ্ছেন কেউ কেউ। এ স্থানটিতেই চলতি বছরের ৮ মাসে অন্তত ১৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিছেন ২০ জন। আহত হয়েছেন অর্ধশতাধিক। সবশেষ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে একই স্থানে মর্মান্তিক দুর্ঘটনায় লরিচাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজন নিহত হন।

স্থানীয় এক বাসিন্দা জানান, পদুয়ার বাজার বিশরোড এলাকার ‘ইউটার্নে’ প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে পাশের হোটেল নূরজাহানে খাবার খেয়ে বিভিন্ন পরিবহনের চালকরা উল্টোপথে এসে ইউটার্ন অতিক্রম করেন। এতে প্রায়ই দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা ঘটে।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান বলেন, শুক্রবার দুপুরে পদুয়ার বাজার ইউটার্নে চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারে চাপা দিলে একই পরিবারের চারজন নিহত হয়। এ ঘটনায় নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে উল্টো পথে আসা হানিফ পরিবহন এবং লরির চালকসহ অন্যান্য অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। সদর দক্ষিণ থানায় এ মামলাটি করা হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান কালবেলাকে বলেন, পদুয়ার বাজার ইউটার্ন এলাকাটি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা পরিদর্শন করে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (২৪ আগস্ট) সড়ক ও যোগাযোগবিষয়ক একটি সমন্বিত সভা রয়েছে জেলা প্রশাসক কার্যালয়ে। সেখান থেকে সমন্বিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত এ ইউটার্নটি বন্ধ থাকবে।

শুক্রবার দুপুরে হানিফ পরিবহনের একটি বাস উল্টোপথে এসে ইউটার্ন অতিক্রম করছিল। এ সময় ঢাকামুখী সিমেন্টবাহী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ইউটার্নে চলমান প্রাইভেটকার এবং একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে প্রাইভেটকারে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান এবং অটোরিকশার তিন যাত্রী আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১০

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১১

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

১২

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

১৩

রাতের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৪

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৩৮০০০ টাকা

১৫

চট্টগ্রামে শিল্পী সম্মিলন ও আর্ট ক্যাম্পে মিলন মেলা

১৬

যে কারণে এশিয়া কাপ দলে সোহান-সাইফ, জানালেন প্রধান নির্বাচক

১৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন প্রশাসক

১৮

ভারতে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

১৯

‘নির্বাচনে কাজ করবে সাড়ে ৬ লাখ আনসার-ভিডিপি’

২০
X