কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চলমান বন্যা ও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তার আহ্বান

ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ছবি : কালবেলা
ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ছবি : কালবেলা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম ইউ কবীর চৌধুরী বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এখনো ত্রাণ সহায়তা চলমান রেখেছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

তিনি রেড ক্রস, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন দাতা সংস্থা এবং দেশের সকল ধনী ও বিত্তবান ব্যক্তিদের বিডিআরসিএস এর মাধ্যমে ঘূর্ণিঝড় রেমাল ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দেশের উত্তর অঞ্চলসহ সারাদেশে বন্যা পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহায়ক সংস্থা হিসেবে দুর্যোগপিড়ীত মানুষের দূর্দশা লাঘবে বিভিন্ন ত্রাণ ও উদ্ধার কার্যক্রম বাস্তবায়ন করছে। তার মধ্যে বিশুদ্ধ খাবার পানির ব্যাপক চাহিদা থাকায় ৭টি পানি বিশুদ্ধকরণ মেশিন ও বোতলজাত প্রায় ৩ লক্ষ লিটার বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। কার্যক্রমটি এখনও চলমান রয়েছে। এছাড়া বাংলাদেশের উপকূল অঞ্চলে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পর প্রায় ১৬ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে ৭ দিনের খাদ্য সহায়তা এবং প্রায় ৪ লক্ষ লিটার বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।

এছাড়া প্রায় বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ১৫ হাজার পরিবারকে বিভিন্ন ধরনের নন ফুড আইটেম বিতরণ করা হয়েছে। উপকূলীয় এবং বন্যা কবলিত জেলাগুলোর মধ্যে প্রায় ৬০ হাজারের পরিবারের মাঝে পরিবার প্রতি ৬ হাজার টাকা হারে প্রায় ৩৬ কোটি টাকা নগদ অর্থ প্রদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষে স্থানীয় প্রশাসন ও অন্যান্য অংশীজনের সাথে সমন্বয়পূর্বক রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বাগেরহাট, খুলনা, পিরোজপুর, সাতক্ষিরা, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলা এবং বন্যা কবলিত সিলেট ও সুনামগঞ্জ জেলায় সর্বমোট ৯ টি মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ১২ হাজারেরও অধিক মানুষকে বিনামূলে বিভিন্ন ধরণের জরুরি চিকিৎসা ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়া বন্যাদুর্গত এলাকায় প্রেরণের জন্য আরও ৫টি মোবাইল মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল ও গাইবান্ধা জেলার বন্যায় পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রমের অংশ হিসেবে ৬টি জেলার ১২ টি ইউনিয়নের ৫ হাজারেরও অধিক পরিবারের মাঝে পরিবার প্রতি ৫ হাজার টাকা হারে নগদ অর্থ প্রদান করা, সম্ভাব্য অধিক ঝুঁকিপূর্ণ পরিবারের মধ্য থেকে উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসনিক জটিলতায় স্থগিত জেমস-আলী আজমতের কনসার্ট

নুরাল পাগলের দরবারে হামলা : ২ মাস পর পরিবারের মামলা

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের

দিল্লিতে আত্মঘাতী হামলা, গুঁড়িয়ে দেওয়া হলো অভিযুক্তের বাড়ি

সন্তানের গায়ের রঙ ‘ভিন্ন’ হওয়ায় স্ত্রীকে তালাক

শীতের সবজির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজের দাম

১৯ নভেম্বর সকাল পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

বিপিএল: চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

মোটরসাইকেলে এসে দাঁড়িয়ে থাকা পিকআপে আগুন

১০

রচনার বিদায়, এবার দিদিদের সামলাবেন মীর

১১

পদ ফিরে পেলেন বিএনপি-যুবদলের ৩ নেতা

১২

কালবেলার হাতে কলরেকর্ড, সেই খণ্ডিত মরদেহ নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / ডাস্টার দিয়ে ছাত্রীর মাথা ফাটানো সেই প্রধান শিক্ষক বরখাস্ত 

১৪

ফেসবুক মনিটাইজেশন হারানো এড়ানোর সহজ কিছু টিপস

১৫

১০৩ রানে পিছিয়ে আয়ারল্যান্ড, বাংলাদেশের দরকার ৩ উইকেট

১৬

দিল্লি সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

১৭

মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়াল এনসিপি

১৮

পিপলস চয়েসে শীর্ষে মিথিলা

১৯

বিশ্বকাপের টিকিট পেতে যে সমীকরণের সামনে দাঁড়িয়ে পর্তুগাল

২০
X