বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে একটি মিছিল প্রধান ফটক দিয়ে বের হয়ে টিএসসি অভিমুখী হয়।
কোটা সংস্কার আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেরুন্নেসা নিদ্রা বলেন, আমরা বিক্ষোভ মিছিল করছি। আমাদের মিছিলটি টিএসসি রাজু ভাস্কর্যে যাবে।
এদিকে বেলা ১১টা থেকেই ক্যাম্পাসে জবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। খণ্ড খণ্ডভাবে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।
তারা বলেন, আমরা কোনো অরাজকতা চাই না। দেশদ্রোহী কোনো স্লোগানে ও কাজে যারা লিপ্ত তাদের ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন