কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৮:১৮ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলনে সহিংসতায় ৩২ শিশু নিহত, ইউনিসেফের বিবৃতি

ইউনিসেফের লোগো। ছবি : সংগৃহীত
ইউনিসেফের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশে সহিংসতায় শিশু নিহত-আহত ও আটকের ঘটনায় উদ্বিগ্ন ইউনিসেফ। শুক্রবার (২ আগস্ট) কাঠমান্ডু থেকে ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরার এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।

তিনি জানান, জুলাই মাসে সহিংসতা-বিক্ষোভে কমপক্ষে ৩২ শিশু নিহত হয়েছে। এ ছাড়া আরও অনেকে আহত এবং আটক হয়েছে। এসব ঘটনায় উদ্বিগ্ন ইউনিসেফ। তারা শিশুদের প্রতি হওয়া সব ধরনের সহিংসতার নিন্দা জানায়। এ ছাড়া বিবৃতিতে নিহত শিশুর শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা এবং শিশুদের আটক বন্ধের আহ্বান জানানো হয়েছে।

ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরার বলেন, ‘আমি বাংলাদেশে মাত্র এক সপ্তাহ থেকে ফিরে এসেছি। সাম্প্রতিক সহিংসতা এবং শিশুদের উপর চলমান অস্থিরতার প্রভাব নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। শিশুদের সর্বদা রক্ষা করতে হবে। এটা সবার দায়িত্ব। যে শিশুদের আটক করা হচ্ছে , তারা আইনের সংস্পর্শে এলে খুবই ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার এবং জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ স্বাক্ষর করেছে। এর মানে হলো যে কোনো স্থানে তাদের নিছক উপস্থিতির ভিত্তিতে বা তাদের পটভূমি, ধর্ম বা তাদের পরিবারের সদস্যদের কাজ বা বিশ্বাসের কারণে শিশুদের গ্রেপ্তার বা আটক করা উচিত নয়।

তিনি আরও বলেন, ‘সহিংসতায় আটকা পড়া শিশুদের সহায়তা করা ইউনিসেফের অগ্রাধিকার। আমি ইউনিসেফ-সমর্থিত চাইল্ড হেল্পলাইন ১০৯৮ পরিদর্শন করেছি। সহিংসতা শুরু হওয়ার পর থেকে এর চাহিদা ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমি দেখেছি কীভাবে প্রশিক্ষিত পরামর্শদাতারা বাচ্চাদের উদ্বেগ শোনেন, তাদের উপযুক্ত সহায়তা এবং পরিসেবাগুলো উল্লেখ করেন। তাদের অনুসরণ করেন। এ ছাড়া, সমাজসেবা বিভাগের অধীনে ইউনিসেফ দ্বারা প্রশিক্ষিত ১ হাজার ১০০ সামাজিক কর্মী, সহিংসতা এবং কারফিউ দ্বারা প্রভাবিত শিশুদের জন্য মনোসামাজিক সহায়তা প্রদান করছে।’

তিনি বলেন, শিশুদের সহিংসতা থেকে পুনরুদ্ধার করতে এবং তাদের সুরক্ষিত রাখতে সাহায্য করার একটি সর্বোত্তম উপায় হলো সবি স্কুল আবার চালু করা। আবার শেখা শুরু করা এবং শিশুদের তাদের বন্ধু এবং শিক্ষকদের সাথে আবার মিলিত করা। প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত ৩০ মিলিয়ন শিক্ষার্থী ১০ দিন বিদ্যালয়ে যেতে পারেনি। এই বছরের শুরুতে তাপ, ঘূর্ণিঝড় এবং বন্যার কারণে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় এই শিক্ষার ক্ষতি আরও বেড়ে যায়। ইউনিসেফ ৪ আগস্ট থেকে বাংলাদেশের অনেক অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় আবার চালু করাকে স্বাগত জানায়। অনেক শিশু থাকবে যারা আবার লেখাপড়া শুরু করতে অক্ষম। শিশুরা যত বেশি সময় স্কুলের বাইরে থাকে, বিশেষ করে মেয়েরা, তাদের ফিরে আসার সম্ভাবনা তত কম হয়, তাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে।

সঞ্জয় উইজেসেকেরার বলেন, সরকার, ইউনিসেফের অংশীদার এবং তরুণদের জন্য কাজ করা সংস্থাগুলোর সাথে আলোচনা করেছি। জাতিসংঘের শিশু অধিকার সনদ শিশুদের মেলামেশার স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেয়। শিশু ও তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের রক্ষা করা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসুতে ১১ হলের ফল ঘোষণা, এগিয়ে যারা

শিগগির উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

রাকসু নির্বাচন / নবাব আব্দুল লতিফ হলের ফল ঘোষণা

রাকসুতে ৮ হলের ফল ঘোষণা

রাকসু নির্বাচন / শের-ই বাংলা হলের ফল ঘোষণা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি

রাকসুতে জুলাই-৩৬ হলের ফল ঘোষণা

রাকসু নির্বাচন / রহমতুন্নেসা হলের ফল ঘোষণা

জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক : খালেদা জিয়া

সম্মতি ছাড়াই ঢাবির দুই অধ্যাপককে কমিটিতে রাখল ইউটিএল

১০

ঢাকায় ১০ কোটি টাকার বাজেটে নারী কাবাডি বিশ্বকাপ

১১

রাকসু নির্বাচন / খালেদা জিয়া হলের ফল ঘোষণা

১২

রাকসুতে ৩ হলের ফল ঘোষণা, এগিয়ে যারা

১৩

সেমিফাইনালে থামলেন জারিফ

১৪

বরিশালে কালবেলার বর্ষপূর্তি উদযাপন / ‘আগামী দিনেও জনগণের কথা বলবে কালবেলা’

১৫

রাকসুতে রোকেয়া হলের ফল ঘোষণা

১৬

পুরো ভবনটিই জ্বলছে, থেমে থেমে বিস্ফোরণ

১৭

রাকসুর এক হলের ফল ঘোষণা, ভিপি-এজিএসে এগিয়ে শিবির

১৮

তিন পেরিয়ে চারে কালবেলা / সত্য-সুন্দর-সাহসের অভিযাত্রায় নতুন স্বপ্ন

১৯

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

২০
X