কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে যা জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম

অসহযোগ আন্দোলন চলাকালে আগুন দেয় বিক্ষোভকারীরা। ছবি : কালবেলা
অসহযোগ আন্দোলন চলাকালে আগুন দেয় বিক্ষোভকারীরা। ছবি : কালবেলা

বাংলাদেশে চলমান সংঘাত-প্রাণহানি নিয়ে গুরুত্বের সঙ্গে সংবাদ প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যম। বিবিসি, আলজাজিরা, দ্য নিউইয়র্ক টাইমস, এএফপি, রয়টার্স, এপি, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, আনন্দবাজার, ডয়চে ভেলেসহ প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যম ও বার্তা সংস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিন রোববারের (৪ আগস্ট) কর্মসূচির ঘটনাপ্রবাহ প্রথম পাতায় ঠাঁই পেয়েছে।

তাৎক্ষণিক নিহত-আহতের খবর দেওয়ার পাশাপাশি গণমাধ্যমগুলোতে আন্দোলনের গতি-প্রকৃতি নিয়ে বিশ্লেষণ চলছে। ডয়চে ভেলে বাংলাদেশের রোববারের (৪ আগস্ট) পরিস্থিতি নিয়ে বিশ্লেষণমূলক অনুষ্ঠান প্রচার করেছে। কী করে ছাত্র আন্দোলন গণ-আন্দোলনে রূপ নিল- তা বুঝতে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি গবেষক-শিক্ষকের মন্তব্য প্রচার করেছে। এ ছাড়া তারা ছাত্র প্রতিনিধিদের সঙ্গেও সরাসরি টেলিফোনে যুক্ত হয়ে দেশের সর্বশেষ পরিস্থিতি এবং আগামী দিনের কর্মসূচি জানতে চেয়েছে। তাদের প্রতিবেদনে উঠে এসেছে সাম্প্রতিকালের সবচেয়ে বেশি নিহত হওয়ার খবর।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনের জোয়ার নতুন রূপ পেয়েছে। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার শাসনের অবসান দাবি করছে। এ নিয়ে সংঘর্ষে বাংলাদেশে অন্তত ৯১ জন নিহত হয়েছে। ঢাকা ছাড়াও বগুড়া, পাবনা, রংপুর, মাগুরা, কুমিল্লা, বরিশাল ও ফেনীতে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সেসব এলাকা থেকে একের পর মৃত্যুর খবর দিচ্ছে স্থানীয় সংবাদমাধ্যম।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ওয়েবসাইটের প্রথম পাতাতেই গতকাল থেকে বাংলাদেশের খবর রাখা আছে। তারা বাংলাদেশের সরকারবিরোধী বিক্ষোভে ৯০ জন নিহত হওয়ার খবর দিয়েছে। প্রতিবেদনে বলেছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, তা এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। পুলিশও এবার আক্রমণের শিকার হচ্ছে। সিরাজগঞ্জে ১৩ পুলিশ নিহতের বর্ণনা দেয় বিবিসি।

এ ছাড়া দ্য নিউইয়র্ক টাইমসের শিরোনাম ছিল, ‘বিক্ষোভে কয়েক ডজন মৃত্যুর পর বাংলাদেশে আবার কারফিউ জারি’, বার্তা সংস্থা এএফপির শিরোনাম ছিল, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগ চান বিক্ষোভকারীরা, বাড়ছে মৃত্যুর সংখ্যা।’ এসব প্রতিবেদনে আন্দোলনকারীদের দাবি, চলমান সংঘর্ষ, বিক্ষোভ দমনে সরকারের প্রতিক্রিয়া তুলে ধরা হয়।

রয়টার্সে বলা হয়, সোমবার ঢাকা মার্চ কর্মসূচি দিয়েছে আন্দোলনকারীরা। এ দিন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে আরও বাধ্য করতে চাইছে।

তেমনি ভারতের প্রায় সব গণমাধ্যমে বাংলাদেশের অসহযোগ আন্দোলনের খবর প্রকাশ করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) আনন্দবাজারের ওয়েবসাইটের প্রথম পাতায় প্রদর্শিত খবরের শিরোনাম হলো- বাংলাদেশে ‘ঢাকা চলো’, কার্ফুর মাঝেই লং মার্চের ডাক আন্দোলনকারীদের, আরও সংঘর্ষের আশঙ্কা। তাতে বলা হয়, ‘কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ডাকে নতুন করে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে। এর আগে ছাত্রদের বেশ কয়েক দফা দাবি ছিল। এ বার দাবি একটাই, শেখ হাসিনার সরকারের পদত্যাগ। এক দফা দাবিতে রোববার হাজার হাজার ছাত্র ঢাকার রাস্তায় নেমেছিলেন। পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়েছে।’ বর্তমানে সেখানে কার্ফিউ চলছে। তবু আন্দোলনকারীরা রাস্তায় নামবে। এতে অশান্তি দেখা দিতে পারে। আনন্দবাজার ছাড়াও ভারতের প্রায় সব স্থানীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের খবর গুরুত্ব পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী

নির্বাচনের আগেই গণভোট হতে হবে : মামুনুল হক

চলনবিল থেকে বিশ্বমঞ্চে, রেজোয়ানের ভাসমান স্কুল পেল ইউনেস্কো পুরস্কার

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

বাংলাদেশে অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের দুটি নতুন ভ্যারিয়েন্ট উন্মোচন করল এস সি জনসন

পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মীরা

বিভাজন কোনোভাবেই জয় আনবে না : ডা. জাহিদ

‘বাংলাদেশের জন্য তারেক রহমানের ভিশনারি নেতৃত্বের বিকল্প নেই’

খতমে নবুওয়তের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

একটা দল শেখ হাসিনার মতোই মিথ্যাচার করছে : রিজভী

১০

সালমান শাহর লাশ দেখে মাটিতে বসে পড়েছিলেন আহমেদ শরীফ

১১

ইউনেস্কোর নেতৃত্বে প্যারিসে বাংলাদেশি রাষ্ট্রদূত তালহাকে সংবর্ধনা

১২

ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ড. ফরহাদের ভ্যান মিছিল

১৩

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের ৩১ দফার প্রচারণা

১৪

পাঁচ জেলায় শেষ হলো ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতার অডিশন

১৫

সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার

১৬

উপকূলের সফটশেল কাঁকড়ায় বিশ্ববাজারে সাড়া, রপ্তানিতে নতুন দিগন্ত

১৭

ফ্যাসিস্ট চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

১৮

বিএনপি ক্ষমতায় গেলে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা হবে : জুয়েল

১৯

নদী দিয়ে শুরু, সড়ক পরিষ্কার করে দায়িত্ব শেষ করলেন ইউএনও

২০
X