জিনিসপত্রের দাম কমিয়ে ন্যায্যমূল্যে সেবা প্রদান এবং পণ্য বিক্রির জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন।
বার্তায় তিনি বলেন, দেশবাসীর প্রতি আহবান থাকবে, জিনিসপত্রের দাম কমিয়ে দিয়ে ন্যায্যমূল্যে যে কোনো সেবা দেওয়ার জন্য। দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে সবার পাশে দাঁড়ান। বিজয়ের দ্বারপ্রান্তে আমরা, দেশবাসীকে সহযোগিতা করুন। নাশকতাকারী এবং সন্ত্রাসীদের রুখে দিন। প্রত্যেক এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নেমে পড়ুন। আমরাই এই দেশের ভবিষ্যৎ। বিজয়ী আমরা হবোই।
মন্তব্য করুন