পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতি. আইজিপি) করা হয়েছে।
বুধবার (২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়ে সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের ডিআইজি থেকে গ্রেড-২-এ পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করার কথা জানানো হয়।
তারা হলেন- ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হাবিবুর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক (ডিআইজি) সেলিম মো. জাহাঙ্গীর এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
আরও পড়ুন: পুলিশের ৯৭ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি
এই তিনজনকে নিয়ে বর্তমানে পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক হলেন ২২ জন।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র প্রেরণ করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।
মন্তব্য করুন