কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশের ভবিষ্যৎ রূপকার তরুণদের বাদ দিয়ে কোনো পরিকল্পনা নয়’

রাজধানীতে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারবিষয়ক নবম বার্ষিক সম্মেলন ও জ্ঞানমেলা ২০২৪ এর উদ্বোধন। ছবি : সংগৃহীত
রাজধানীতে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারবিষয়ক নবম বার্ষিক সম্মেলন ও জ্ঞানমেলা ২০২৪ এর উদ্বোধন। ছবি : সংগৃহীত

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইফুল্লাহিল আজম বলেছেন, তরুণরাই ভবিষ্যৎ বাংলাদেশের রূপকার। তাদের বাইরে রেখে, তাদের প্রয়োজনের কথা বিবেচনায় না নিয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করা উচিত নয়।

তরুণ-প্রধান জনসংখ্যার বাংলাদেশে তাদের সহযোগিতা ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়নও সম্ভব নয়। তিনি তরুণদের প্রতি সামাজিক বৈষম্যহীনতা, ন্যায়বিচার এবং নিজেদের অধিকার দাবি করার আহ্বান জানান।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারবিষয়ক নবম বার্ষিক সম্মেলন ও জ্ঞানমেলা ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তরুণ ও কিশোর-কিশোরীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত দিনব্যাপী এই মেলার এ বছরের প্রতিপাদ্য ছিল ‘তারুণ্যের শক্তি ২০২৪ তরুণদের ছেড়ে কিছুই নয়।’ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেয়ার-নেট বাংলাদেশ স্টিয়ারিং কমিটির চেয়ারপার্সন ডা. হালিদা হানুম আক্তার।

সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেল্থ অ্যান্ড রাইটস্ (এসআরএইচআর) সংশ্লিষ্ট পেশাজীবী, বিভিন্নসংস্থা, শিক্ষাবিদ, গবেষকদের আন্তর্জাতিক নেটওয়ার্ক, নেদারল্যান্ডস্-ভিত্তিক‘শেয়ার-নেট ইন্টারন্যাশনাল’-এর শাখাশেয়ার-নেট বাংলাদেশের সচিবালয় ‘রেড অরেঞ্জ কমিউনিকেশন্স’ ২০১৬ সাল থেকে এই বার্ষিক সম্মেলন ও জ্ঞানমেলার আয়োজন করছে। এ বছরের মেলার একাডেমিক পার্টনার চট্টগ্রামস্থ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন রেড অরেঞ্জ কমিউনিকেশন্স- এর ব্যবস্থাপনা পরিচালক অর্ণব চক্রবর্তী।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতি সংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর ঢাকা অফিসের স্বাস্থ্য বিভাগের প্রধান ড. বিভাবেন্দ্র রঘুবংশী, নেদারল্যান্ডস্ দূতাবাসের চার্জ-ডিএফেয়ার্স মি. থাইজ উডস্ট্রা বিশেষ অতিথির বক্তব্য দেন। সমাপনী অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশ ইইউ ডেলিগেশনের উপপ্রধান ড. বার্নড স্পেনিয়ার।

ড. বিভাবেন্দ্র রঘুবংশী বলেন, প্রজনন স্বাস্থ্য বিষয়ে জ্ঞান ও সচেতনতা ছাড়া জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং এবিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৩) অর্জন করা সম্ভব নয়। প্রজনন স্বাস্থ্য বিষয়ে তরুণদের সচেতনতার জন্য একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টির উপর গুরুত্বারোপ করে তিনি এক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।

থাইজ উডস্ট্রা বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুতগতিতে সম্প্রসারিত হচ্ছে। কিন্তু এই অর্থনীতি তরুণের প্রয়োজন পূরণ করতে পারছে না। তরুণরা শুধু সুবিধাভোগী নয়, দেশের স্বাস্থ্য, নারী-পুরুষের সমতা, এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে উন্নয়নের অংশীদার হওয়া দরকার।

জ্ঞান মেলার অন্যান্য অধিবেশন গুলোতে ও দেশবিদেশের বিশেষজ্ঞরা এবিষয়ে তাদের অভিজ্ঞতা ও অর্জিত শিক্ষার কথা বলেন। সম্মেলনে কয়েকজন তরুণ গবেষক, তাদের গবেষণায় প্রাপ্ত ফলাফল ও অভিজ্ঞতা তুলে ধরেন।

যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারের ক্ষেত্রে অবদানের জন্য তিনটি বিভাগে শেয়ার-নেট বাংলাদেশ স্বীকৃতি পুরস্কার প্রদানের মাধ্যমে মেলা শেষ হয়। ‘আজীবন অবদানের স্বীকৃতি’ সম্মাননা পুরস্কার পেয়েছেন হেল্থ ওয়াচ-এর উপদেষ্টা, পরামর্শক ডা. ইয়াসমিন হেমায়েত আহমেদ, কমিউনিটি সম্মাননা পেয়েছেন জুলিয়া আহমেদ এবং ‘তরুণ সম্মাননা’ পেয়েছেন সেরাক এসইআরএসি বাংলাদেশের নির্বাহী বোর্ড সদস্য তাজকিয়া মরিয়ম জাহান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে মাছ বিক্রি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশত

হাসিনার আমলে শিক্ষক নিয়োগে অনিয়মের তথ্য সংগ্রহ করবে ঢাবি সাদা দল

ভারত থেকে এল ৫ হাজার ৭৫০ মেট্রিক টন চাল

বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুপক্ষের সংঘর্ষ

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত জরুরি : কামাল আহমেদ

‘আট লাখ টন চাল আমদানি করবে সরকার’

এনসিটিবি চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধান চেয়ে রিট

বাড়ি ফিরলেন সাইফ

বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের গণসমাবেশ

৪৭তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ল

১০

পিলখানা হত্যাকাণ্ড / ১৭৮ বিডিআর জোয়ানের কারামুক্তিতে বাধা নেই

১১

নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফিরতে চান সোহান

১২

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে ড. আফিয়া সিদ্দিকী মুক্তি পাননি

১৩

পুলিশের সব ইউনিটে একই পোশাক থাকবে : ডিএমপি কমিশনার

১৪

শিশুকে পুকুরে ফেলে দেওয়া কুমিল্লার সেই শিক্ষক কারাগারে

১৫

প্রসারিত হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক, বাণিজ্য বাড়ার আশা চারগুণ

১৬

আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান আইন বিভাগ

১৭

সপ্তাহব্যাপী মধুমেলা / সাগরদাঁড়িকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে

১৮

‘তামাক সেবন বন্ধে করারোপ একমাত্র পদ্ধতি নয়’

১৯

ভুয়া ইস্ট এশিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির সতর্কতা

২০
X