কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০২:৫০ এএম
অনলাইন সংস্করণ

বিনা খরচে বিয়ে-হানিমুনের সুযোগ, যা করতে হবে

বর ও কনে। ছবি : সংগৃহীত
বর ও কনে। ছবি : সংগৃহীত

সম্পূর্ণ বিনা খরচে বিয়ে আর হানিমুনের আয়োজন করেছে চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। ২ শর্ত মানলেই পাওয়া যাবে এ সুযোগ। শর্ত শুধু বিয়েটি যৌতুকবিহীন ও নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধ করতে হবে। বিয়ের আয়োজনে বর-কনের পক্ষ থেকে ১০০ অতিথি খাওয়ানোর পাশাপাশি কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজও দেওয়া হবে। এই সুযোগ হাত ছাড়া করতে না চাইলে বর-কনে রেজিস্ট্রেশন করতে হবে আগামী ১০ জানুয়ারির (শুক্রবার) মধ্যেই।

‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’ কর্তৃপক্ষ জানিয়েছে, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে অভিনব এ আয়োজন। তবে চট্টগ্রামের বাইরের পাত্র-পাত্রীদের আসা-যাওয়ার জন্য থাকবে ফ্রি এসি বাসের টিকিটও।

সংস্থাটি জানিয়েছে, দেনমোহরের বিশাল অঙ্ক ও যৌতুকের প্রথা সমাজে বহু পরিবারের জন্য বোঝা। তাই কু-প্রথার বিরুদ্ধে সুন্নাহ অনুযায়ী সহজ বিয়ে অনেক বেশি সুখময় ও সমাজে একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাছির উদ্দিন গণমাধ্যমকে বলেন, যৌতুকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ও ন্যায্য দেনমোহর নির্ধারণ করে বিয়ের দিনই নারীর হক দেনমোহর শতভাগ আদায় করার জন্য উৎসাহিত করতে আমরা এই আয়োজন করেছি।

এমন আয়োজন গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও আমরা করেছিলাম। সেখানে মানুষের আগ্রহ দেখে আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন এই বিয়ে দিয়ে সাজিয়েছি। এবার আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী বিয়ের মাধ্যমেই পালিত হবে। আর কোনো কর্মসূচি রাখিনি। ঘোষণার পর থেকে বেশ সাড়া পাচ্ছি, যাচাই-বাছাই করে ওইদিন ৮ থেকে ১০টি বিয়ে আমরা সম্পাদন করব ইনশাআল্লাহ।

তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা সবার বিয়ে হয়তো সম্পাদন করতে পারব না। তবে সবাইকে অন্তত সুন্নাহ মেনে বিয়ে করার বিষয়ে উৎসাহিত করতে পারব। এটাই আমাদের লক্ষ্য।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিয়ে আপনার, খরচ আমাদের, ইনশাআল্লাহ। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রামের বাইরে থেকে আসন্ন ‘প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভ বিবাহ’ প্রোগ্রামে রেজিস্ট্রেশনের আগ্রহ দেখানো হবু বর-কনের জন্য বিশেষ সুযোগ : ‘চট্টগ্রাম শহরে আসা-যাওয়ার জন্য পূর্বের মতো এবারো থাকছে ফ্রি এসি বাসের টিকেট!’

দেনমোহরের বিশাল অঙ্ক ও যৌতুকের প্রথা সমাজে বহু পরিবারের জন্য বোঝা। ফাউন্ডেশন বিশ্বাস করে, সুন্নাহ অনুযায়ী সহজ বিয়ে অনেক বেশি সুখময় এবং সমাজে একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে। এখন দায়িত্ব আপনার। কু-প্রথার বিরুদ্ধে শুধু কথা নয়, বাস্তব জীবনে তা প্রয়োগ করে ইতিহাস গড়ুন।

এটি এমন একটি উদ্যোগ যেখানে বিয়ের সম্পূর্ণ খরচ বহন করবে ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় থাকছে- ১. বর-কনের জন্য বিয়ের পোশাক। ২. কনের সাজসজ্জার সকল সামগ্রী। ৩. বিবাহ রেজিস্ট্রির খরচ। ৪. প্রতিটা বর-কনের ১০০ জন অতিথির জন্য বিশেষ খাবারের আয়োজন। ৫. কমিউনিটি সেন্টার ভাড়া। ৬. প্রয়োজনে পরবর্তী কাউন্সিলিং সেবা। ৭.কক্সবাজার ফ্রি হানিমুন প্যাকেজ!!

শুভ বিয়ের তারিখ: ১৮ জানুয়ারি ২০২৫ রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ১০ই জানুয়ারী ২০২৫

যে শর্তগুলো মানতে হবে: ১. যৌতুক নেওয়া যাবে না। ২. ধার্য্য দেনমোহর সম্পূর্ণ আদায় করে দিতে হবে।

আগ্রহী বর-কনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। প্রয়োজনে 01841040549 নম্বরেও যোগাযোগ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকিজ পেপার মিলের সামনে ট্রাকে আগুন

খেলোয়াড়রা সহযোগিতা না করলে কমিশন নিরপেক্ষতা হারাবে : সিইসি

পাকিস্তান সফরের মাঝপথেই দেশে ফিরতে চান শ্রীলঙ্কার খেলোয়াড়রা!

আ.লীগ ঠেকাতে মাঠে নেমেছে জামায়াত-শিবির

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ডিএমপির খণ্ডিত ভিডিওতে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেবে পুলিশ

মহাসড়কে আ.লীগের অস্ত্র নিয়ে মহড়া, যানবাহন চলাচল বন্ধ

শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুন ট্রাইব্যুনালে হাজির 

ফিলিস্তিনে ইউরোপীয় দেশের পুলিশ মোতায়েন

১০

বিলেতি পণ্য বর্জনের স্মৃতি, অস্তিত্ব সংকটে সলঙ্গা হাট

১১

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা, রাজধানীজুড়ে বিজিবি-পুলিশের কঠোর অবস্থান

১২

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন

১৩

যে আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

হিমেল হাওয়ার দাপট, ১৩ ডিগ্রিতে নেমেছে তেঁতুলিয়ার তাপমাত্রা

১৫

প্রভিডেন্ট ফান্ডসহ চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ

১৬

ইসলাম কায়েমের জন্য তোমাদের প্রয়োজন নেই, জামায়াতের উদ্দেশে টুকু

১৭

শাটডাউন এড়াতে মার্কিন কংগ্রেসে বিল পাস

১৮

১৩ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

জালনোটসহ তিন কিশোর আটক

২০
X