সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০২:৫০ এএম
অনলাইন সংস্করণ

বিনা খরচে বিয়ে-হানিমুনের সুযোগ, যা করতে হবে

বর ও কনে। ছবি : সংগৃহীত
বর ও কনে। ছবি : সংগৃহীত

সম্পূর্ণ বিনা খরচে বিয়ে আর হানিমুনের আয়োজন করেছে চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। ২ শর্ত মানলেই পাওয়া যাবে এ সুযোগ। শর্ত শুধু বিয়েটি যৌতুকবিহীন ও নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধ করতে হবে। বিয়ের আয়োজনে বর-কনের পক্ষ থেকে ১০০ অতিথি খাওয়ানোর পাশাপাশি কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজও দেওয়া হবে। এই সুযোগ হাত ছাড়া করতে না চাইলে বর-কনে রেজিস্ট্রেশন করতে হবে আগামী ১০ জানুয়ারির (শুক্রবার) মধ্যেই।

‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’ কর্তৃপক্ষ জানিয়েছে, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে অভিনব এ আয়োজন। তবে চট্টগ্রামের বাইরের পাত্র-পাত্রীদের আসা-যাওয়ার জন্য থাকবে ফ্রি এসি বাসের টিকিটও।

সংস্থাটি জানিয়েছে, দেনমোহরের বিশাল অঙ্ক ও যৌতুকের প্রথা সমাজে বহু পরিবারের জন্য বোঝা। তাই কু-প্রথার বিরুদ্ধে সুন্নাহ অনুযায়ী সহজ বিয়ে অনেক বেশি সুখময় ও সমাজে একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাছির উদ্দিন গণমাধ্যমকে বলেন, যৌতুকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ও ন্যায্য দেনমোহর নির্ধারণ করে বিয়ের দিনই নারীর হক দেনমোহর শতভাগ আদায় করার জন্য উৎসাহিত করতে আমরা এই আয়োজন করেছি।

এমন আয়োজন গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও আমরা করেছিলাম। সেখানে মানুষের আগ্রহ দেখে আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন এই বিয়ে দিয়ে সাজিয়েছি। এবার আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী বিয়ের মাধ্যমেই পালিত হবে। আর কোনো কর্মসূচি রাখিনি। ঘোষণার পর থেকে বেশ সাড়া পাচ্ছি, যাচাই-বাছাই করে ওইদিন ৮ থেকে ১০টি বিয়ে আমরা সম্পাদন করব ইনশাআল্লাহ।

তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা সবার বিয়ে হয়তো সম্পাদন করতে পারব না। তবে সবাইকে অন্তত সুন্নাহ মেনে বিয়ে করার বিষয়ে উৎসাহিত করতে পারব। এটাই আমাদের লক্ষ্য।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিয়ে আপনার, খরচ আমাদের, ইনশাআল্লাহ। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রামের বাইরে থেকে আসন্ন ‘প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভ বিবাহ’ প্রোগ্রামে রেজিস্ট্রেশনের আগ্রহ দেখানো হবু বর-কনের জন্য বিশেষ সুযোগ : ‘চট্টগ্রাম শহরে আসা-যাওয়ার জন্য পূর্বের মতো এবারো থাকছে ফ্রি এসি বাসের টিকেট!’

দেনমোহরের বিশাল অঙ্ক ও যৌতুকের প্রথা সমাজে বহু পরিবারের জন্য বোঝা। ফাউন্ডেশন বিশ্বাস করে, সুন্নাহ অনুযায়ী সহজ বিয়ে অনেক বেশি সুখময় এবং সমাজে একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে। এখন দায়িত্ব আপনার। কু-প্রথার বিরুদ্ধে শুধু কথা নয়, বাস্তব জীবনে তা প্রয়োগ করে ইতিহাস গড়ুন।

এটি এমন একটি উদ্যোগ যেখানে বিয়ের সম্পূর্ণ খরচ বহন করবে ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় থাকছে- ১. বর-কনের জন্য বিয়ের পোশাক। ২. কনের সাজসজ্জার সকল সামগ্রী। ৩. বিবাহ রেজিস্ট্রির খরচ। ৪. প্রতিটা বর-কনের ১০০ জন অতিথির জন্য বিশেষ খাবারের আয়োজন। ৫. কমিউনিটি সেন্টার ভাড়া। ৬. প্রয়োজনে পরবর্তী কাউন্সিলিং সেবা। ৭.কক্সবাজার ফ্রি হানিমুন প্যাকেজ!!

শুভ বিয়ের তারিখ: ১৮ জানুয়ারি ২০২৫ রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ১০ই জানুয়ারী ২০২৫

যে শর্তগুলো মানতে হবে: ১. যৌতুক নেওয়া যাবে না। ২. ধার্য্য দেনমোহর সম্পূর্ণ আদায় করে দিতে হবে।

আগ্রহী বর-কনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। প্রয়োজনে 01841040549 নম্বরেও যোগাযোগ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনিরামপুরে সড়ক দুর্ঘটনার জামায়াত নেতা নিহত

মায়ের খোঁজ নিতে এভারকেয়ারে তারেক রহমান

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা 

ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ৩৩ হাজার কোটি টাকা

‘নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্তরাই দেশকে ১৭ বছরের জঞ্জালে ঠেলে দিতে চায়’ 

জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব নওয়াব আলী আব্বাস 

জনগণের সরকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য : আমিনুল 

উত্তরাঞ্চলে আলুর রেকর্ড, উৎপাদন এখন কৃষকদের গলার কাঁটা

পদত্যাগকারীদের বিষয়ে নাহিদের বক্তব্য

দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা

১০

বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা

১১

সাবেক এমপির বিএনপি থেকে পদত্যাগ

১২

ভোটকেন্দ্র মেরামত ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

১৩

৩০০ ফিটে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করল অ্যাব 

১৪

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

১৫

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, কক্সবাজার মহাসড়কে অচলাবস্থা

১৬

সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

১৭

বন্দরের অতিরিক্ত ভারী যানবাহনে বছরে ৫০০ কোটি টাকার ক্ষতি চসিকের

১৮

প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

১৯

আ. লীগ নেতা গ্রেপ্তার

২০
X