কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৭:১০ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক আনোয়ারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি

আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন করেছে সাংবাদিকরা। ছবি: কালবেলা
আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন করেছে সাংবাদিকরা। ছবি: কালবেলা

সংবাদ প্রচারের কারণে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সদস্য এবং নাগরিক টেলিভিশনের রিপোর্টার আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল। দ্রুত মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন করেছে সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানবন্ধনে এ দাবি জানান।

রিপোর্টার্স এগেইনেস্ট করাপশনের সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, আমাদের কন্ঠরোধ করতে স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে, আমরা চাই আনোয়ার হোসেনের বিরুদ্ধে করা এ হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক কাউসার আজম বলেন, অনিয়মের বিরুদ্ধে প্রতিবেদন করলে আমাদের ওপর খড়ক নেমে আসে। সাংবাদিক আনোয়ার হোসেনের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

বিএইচআরএফের সাবেক সাধারণ সম্পাদক নিখিল মানখিন বলেন, একজন সাংবাদিক যখন প্রতিবেদন তৈরি করেন তখন তিনি আপন পর ভাবেন না, বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি করেন। নাগরিক টিভির আনোয়ার হোসেন একটি বস্তুনিষ্ঠ সংবাদ করেছেন। আমাদের ভাই আনোয়ারের রিপোর্ট একটি স্বার্থান্বেষী মহলের আঘাত হানায় এ মামলা করেছে। আনোয়ারের বিরুদ্ধে করা মিথ্যা ও বিভ্রান্তিমূলক মামলার নিন্দা জানাচ্ছি, দ্রুত এ মামলা প্রত্যাহার করা হোক।

বিএইচআরএফের সহ-সভাপতি সেবিকা দেবনাথ বলেন, সবাই সাংবাদিকদের জাতির বিবেক, চতুর্থ স্তম্ভ বলে কিন্তু যখন কারও স্বার্থে আঘাত আসে তখন আমাদের বিরুদ্ধে মামলা হয়। শুধু আনোয়ার নয় বেশ কয়েকটি পত্রিকার নামেও মামলা হয়েছে, এই উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এখন ফেসবুকে সাংবাদিকদের কুলাঙ্গার বলে গালিগালাজ করছে অনেক চিকিৎসক। ডাক্তার ও সাংবাদিকদের এই মুখোমুখি অবস্থান নিরসনেও উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মানবন্ধনে বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বি বলেন, আমাদের সহকর্মী আনোয়ার হোসেন ছাড়াও আরও বেশ কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে মামলা হয়েছে। ১২৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা। আনোয়ারের অপরাধ কী? রাষ্ট্রের আইন অনুযায়ী কোন রোগী চিকিৎসা নিতে অবহেলা বা ভুল চিকিৎসার স্বীকার হলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) অভিযোগ দিতে পারে। একজন ভুক্তভোগী রোগীর বিএমডিসিতে দায়ের করা অভিযোগ আনোয়ার তুলে ধরেছে এখানে তার বা নাগরিক টেলিভিশনের ব্যক্তিগত কোনো মতামত নেই। কিন্তু সরকারের সাহায্যপুষ্ট ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল তাদের অভিযোগের বিরুদ্ধে মামলা করেছেন। যে রোগী অভিযোগ করেছেন তার বিরুদ্ধেও মামলা করেছেন। আনোয়ারের বিরুদ্ধে মামালা করা চিকিৎসক ও তার প্রতিষ্ঠানকে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ‘গত আগস্টে লুট করা অস্ত্র’ দিয়ে পুলিশের ওপর হামলা

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

১০

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

১১

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

১২

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১৩

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১৪

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

১৫

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

১৬

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১৭

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১৮

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১৯

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

২০
X