কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৭:১০ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক আনোয়ারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি

আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন করেছে সাংবাদিকরা। ছবি: কালবেলা
আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন করেছে সাংবাদিকরা। ছবি: কালবেলা

সংবাদ প্রচারের কারণে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সদস্য এবং নাগরিক টেলিভিশনের রিপোর্টার আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল। দ্রুত মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন করেছে সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানবন্ধনে এ দাবি জানান।

রিপোর্টার্স এগেইনেস্ট করাপশনের সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, আমাদের কন্ঠরোধ করতে স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে, আমরা চাই আনোয়ার হোসেনের বিরুদ্ধে করা এ হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক কাউসার আজম বলেন, অনিয়মের বিরুদ্ধে প্রতিবেদন করলে আমাদের ওপর খড়ক নেমে আসে। সাংবাদিক আনোয়ার হোসেনের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

বিএইচআরএফের সাবেক সাধারণ সম্পাদক নিখিল মানখিন বলেন, একজন সাংবাদিক যখন প্রতিবেদন তৈরি করেন তখন তিনি আপন পর ভাবেন না, বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি করেন। নাগরিক টিভির আনোয়ার হোসেন একটি বস্তুনিষ্ঠ সংবাদ করেছেন। আমাদের ভাই আনোয়ারের রিপোর্ট একটি স্বার্থান্বেষী মহলের আঘাত হানায় এ মামলা করেছে। আনোয়ারের বিরুদ্ধে করা মিথ্যা ও বিভ্রান্তিমূলক মামলার নিন্দা জানাচ্ছি, দ্রুত এ মামলা প্রত্যাহার করা হোক।

বিএইচআরএফের সহ-সভাপতি সেবিকা দেবনাথ বলেন, সবাই সাংবাদিকদের জাতির বিবেক, চতুর্থ স্তম্ভ বলে কিন্তু যখন কারও স্বার্থে আঘাত আসে তখন আমাদের বিরুদ্ধে মামলা হয়। শুধু আনোয়ার নয় বেশ কয়েকটি পত্রিকার নামেও মামলা হয়েছে, এই উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এখন ফেসবুকে সাংবাদিকদের কুলাঙ্গার বলে গালিগালাজ করছে অনেক চিকিৎসক। ডাক্তার ও সাংবাদিকদের এই মুখোমুখি অবস্থান নিরসনেও উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মানবন্ধনে বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বি বলেন, আমাদের সহকর্মী আনোয়ার হোসেন ছাড়াও আরও বেশ কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে মামলা হয়েছে। ১২৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা। আনোয়ারের অপরাধ কী? রাষ্ট্রের আইন অনুযায়ী কোন রোগী চিকিৎসা নিতে অবহেলা বা ভুল চিকিৎসার স্বীকার হলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) অভিযোগ দিতে পারে। একজন ভুক্তভোগী রোগীর বিএমডিসিতে দায়ের করা অভিযোগ আনোয়ার তুলে ধরেছে এখানে তার বা নাগরিক টেলিভিশনের ব্যক্তিগত কোনো মতামত নেই। কিন্তু সরকারের সাহায্যপুষ্ট ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল তাদের অভিযোগের বিরুদ্ধে মামলা করেছেন। যে রোগী অভিযোগ করেছেন তার বিরুদ্ধেও মামলা করেছেন। আনোয়ারের বিরুদ্ধে মামালা করা চিকিৎসক ও তার প্রতিষ্ঠানকে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই ৪ অভ্যাসে বাড়বে আপনার সন্তানের বুদ্ধি

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য ১৫ দিনের জামিন

জামায়াতসহ ১০ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে

প্রশ্নপত্র ফাঁসের তথ্য জেনেও অনুষ্ঠিত ৭ কলেজের পরীক্ষা, তদন্তে ৩ সদস্যের কমিটি  

আবেগে ভাসলেন রানী মুখার্জি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা উত্তম : হাসনাত আব্দুল্লাহ

অস্ট্রেলিয়ায় ছড়ি ঘোরাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

চিনি খাওয়া কমালে কি ক্যানসার প্রতিরোধ হয়? যা বললেন চিকিৎসক

১০

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহীর মরদেহ উদ্ধার

১১

জামায়াতকে নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের খবর ইস্যুতে যা বললেন ফরহাদ মজহার

১২

এক নজরে অস্কার মনোনয়ন

১৩

আইসিসিকে ‘তুলোধুনো’ করলেন উপদেষ্টা ফারুকী

১৪

মুসাব্বির হত্যা : আরেক ‘শুটার’ গ্রেপ্তার

১৫

শুটিং ফেলে হঠাৎ কেন বাংলাদেশে শাকিব খান?

১৬

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ নিয়ে বিস্ফোরক মন্তব্য ইলন মাস্কের

১৭

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের

১৮

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইসলামিক ব্যাংকিং বিভাগ

১৯

৩০ পার হলেই খাদ্যাভ্যাস বদলানো জরুরি, জানুন কেন

২০
X