কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেলে ব্যবসা নয়, জনকল্যাণ মূলক কাজ: পরিকল্পনামন্ত্রী

মেট্রোরেলে চড়ে কথা বলছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: কালবেলা
মেট্রোরেলে চড়ে কথা বলছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: কালবেলা

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ব্যবসা করার জন্য মেট্রোরেল চালু করা হয়নি, এটা একটা জনকল্যাণ মূলক কাজ। লাভ করার জন্য মেট্রোরেলের ভাড়া বেশি করা হয়নি। সবদিক বিবেচনা করেই ভাড়া নির্ধারণ করা হয়েছে যাতে করে মেট্রোরেলের খরচটা উঠে আসে, পরিচালন ব্যয় ও সংশ্লিষ্টদের বেতন ভাতা দেওয়া যায়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) আয়োজনে নগরীর আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেলে ভ্রমণ করেন মন্ত্রী। এ সময় মেট্রোরেলের ভাড়া কমানোর বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সবাই কম ভাড়া চায়, আমরা সৌদি আরব বা কাতারে গেলেও কম ভাড়া চায়। তবে আমাদের বাস্তবতাও বুঝতে হবে, খরচটা তো উঠাতে হবে। আমাদের উদ্দেশ্য জনগণের কল্যাণ, সাধারণ খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণ করা। মেট্রোরেল সেজন্যই চালু করা হয়েছে। এটা সাধারণ মানুষের যাতায়াতের জন্য সহজ হয়েছে, সরকার প্রধানও সেটাই চান।

সামনে সরকার আরও মেগা প্রকল্প হাতে নেবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বড় বড় কাজ করতে পারে মেট্রোরেল তার বড় প্রমাণ। বাংলাদেশের মানুষ সবাই গর্ববোধ ও উৎফুল্ল বোধ করে মেট্রোরেলের জন্য। আগামীতে মেট্রোরেলের মতো বড় বড় কাজ করতে পারবো এই জন্য আমরা অপেক্ষায় আছি। এই জন্য আমরা সবাই শেখ হাসিনার জন্য দোয়া করি। আমরা আগামীতে আরও আধুনিক হবো। বড় বড় আধুনিক প্রকল্প বাস্তবায়ন করবো। প্রত্যেক প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন চায়।

মেট্রোরেলে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করে মন্ত্রী বলেন, মেট্রোরেলে কোনো আওয়াজ নেই শব্দও নেই। আমরা খুব আরামে যাতায়াত করতে পারি। এই গণপরিবহনের মাধ্যমে প্রমাণিত আমরা একটা আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পেরেছি। আমাদের প্রধানমন্ত্রীর আইডিয়া ও ধারণায় এটা সম্ভব হয়েছে। মেট্রোরেল একটা টিম ওয়ার্ক, গুটা টিম চমৎকারভাবে কাজ করেছে। যারা ছিলেন সবাই কাজ করেছে। সার্বিকভাবে এটা বড় অর্জন। সাধারণ বাঙালী হিসেবে আমি গর্বিত।

মেট্রোরেল ভ্রমণকালে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিকসহ সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দশক পর ফের একসঙ্গে তারা

ইচ্ছে করেই কি ফাইনালে পেনাল্টি মিস করেছিলেন দিয়াজ?

নকল পেট্রোল চেনার সহজ কিছু উপায়

তারেক রহমানের কাছে ভাই হত্যার বিচার দাবি

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র  

মালয়েশিয়ায় নিউ ইয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

অবশেষে গ্রেপ্তার সেই সিরিয়াল কিলার, পুলিশ দিল লোমহর্ষক বর্ণনা

আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার অটোরিকশাচালকদের

টানা দুই আসরেই চ্যাম্পিয়ন হওয়ার নজির ব্রাজিলের

বিদেশি নাগরিকত্বের অভিযোগ ভিত্তিহীন-গুজব : এম এ কাইয়ুম

১০

আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল, এলাকায় মিষ্টি বিতরণ

১১

আগামীতে বয়জ্যেষ্ঠদের আর নির্বাচনে প্রার্থী না হওয়ার অনুরোধ মুন্নার

১২

সিইসিকে স্মারকলিপি / নির্বাচনকালীন সব পরীক্ষা স্থগিতের দাবি

১৩

এবার মিথলজিক্যাল সিনেমায় অক্ষয় খান্না

১৪

বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা কার্যত শূন্য!

১৫

শরীরের সবচেয়ে নোংরা অংশ কোনটি, জানলে অবাক হবেন

১৬

মহাসড়কে শতাধিক গ্যাস সিলিন্ডার, বিভাজকে থেঁতলানো লাশ

১৭

কিডনি ভালো না থাকলে শরীর যেভাবে সিগন্যাল দেয়

১৮

চানখাঁরপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে

১৯

বরিশালে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সৈয়দা জুয়েলী

২০
X