কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৩:৩৪ পিএম
আপডেট : ০৮ মে ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গভর্নরের গাড়ির সামনে শুয়ে পড়লেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুতরা

গভর্নরের গাড়ি আটকে দাবি জানানোর সময় ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। ছবি : কালবেলা
গভর্নরের গাড়ি আটকে দাবি জানানোর সময় ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। ছবি : কালবেলা

চাকরি ফেরতের দাবিতে আন্দোলন করেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের গাড়ি আটকে অবরোধ করেন তারা।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সিএমএসএমই নারী উদ্যোক্তা মেলার সামনে এ আন্দোলন করেন তারা।

সকাল থেকেই ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর একটি অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় তার গাড়ি আটকিয়ে অবরোধ করেন তারা। এরমধ্যে কয়েকজন নারী গভর্নরের গাড়ির সামনে শুয়ে পড়েন। এসময় নিরাপত্তা সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে গভর্নর সেখান থেকে চলে যান।

চাকরিচ্যুত কর্মীদের অভিযোগ, আমাদের অন্যায়ভাবে ব্র্যাক ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দিলেও তারা সেটা বাস্তবায়ন করছে না।

আন্দোলনের কর্মীদের একজন বলেন, আমরা দীর্ঘদিন ধরে ব্র্যাক ব্যাংকের সেবা দিয়ে আসছি। আমাদের পরিশ্রমের কারণে ব্র্যাক ব্যাংক আজ এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। অথচ আমাদের কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করেছে। আমরা আমাদের চাকরি ফেরত চাই।

আরেক কর্মী বলেন, আমাদের চাকরি চলে গেছে, এই বয়সে আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। আমরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদেরকে ডেকে নিয়ে জোড় পূর্বক পদত্যাগ করানো হয়েছে। আমরা গভর্নরের সঙ্গে দেখা করতে চাইলে পারি না।

এর আগে চাকরি ফেরতের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করে আসছেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের সামনেও আন্দোলন করেন তারা। ৯ ফেব্রুয়ারি ব্র্যাক ব্যাংক থেকে চাকরিচ্যুত ২ হাজার ৬৬৮ জন কর্মকর্তাকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সে সময় মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী কর্মকর্তারা দাবি করেন, ব্যাংকের স্বেচ্ছাচারী নীতির কারণে তাদের অন্যায়ভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ২ হাজার ৫৫৩ জন কর্মী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ব্র্যাক ব্যাংকের স্লোগান হলো ‘আস্থা অবিচল’, কিন্তু বাস্তবে এর উল্টো চিত্র আমরা দেখছি। পুনর্বহালের ফাইল বাংলাদেশ ব্যাংকে আটকে আছে, আমরা পাঁচবার চিঠি দিলেও কোনো সুরাহা হয়নি। এখন আমরা পাঠাও চালিয়ে জীবিকা নির্বাহ করছি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ স্বেচ্ছাচারীভাবে এসব কর্মীকে চাকরি থেকে বাদ দিয়েছে। তদন্তের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক তাদের পুনর্বহালের নির্দেশ দিলেও গত ১৬ মাসেও তা কার্যকর হয়নি। ভুক্তভোগীদের দাবিগুলো হলো- চাকরিচ্যুত কর্মীদের অবিলম্বে পুনর্বহাল ও ক্ষতিপূরণ প্রদান। ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ভবিষ্যতে এ ধরনের অন্যায় প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া প্রবর্তন। ভুক্তভোগীরা দ্রুত সরকারের হস্তক্ষেপ এবং বাংলাদেশ ব্যাংকের কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে পারফর্মেন্স করতে পারছিল না এই ধরনের কিছু কর্মীকে নিয়ম মেনে অব্যাহতি দেওয়া হয়েছিল। তারাই এসব করে বেরাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের অর্ধশত সেনা হত্যার দাবি পাকিস্তানের

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ব্রিজ বিশ্বকাপ কোয়ালিফায়ার দলের সাক্ষাৎ

ঢাবি ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন বাস রুটে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচার

বিএনপির দুপক্ষের দ্বন্দ্ব : প্রধান শিক্ষকের কক্ষে তালা, চেয়ার ঝুলছে গাছে

স্ত্রী পাশেই আছে দাবি শামীমের 

আবারও শতাধিক ব্যক্তিকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল মালয়েশিয়া

ওয়ালটনের নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন

এক কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট বিএনপির

আইইউবিএটি-তে ‘প্রিপারেশন ফর অ্যাক্রিডিটেশন : ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ কর্মশালা

১০

হামলা পাল্টা হামলায় পাকিস্তান-ভারত

১১

ফের সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল

১২

দেশে ১০০ মিনি হিমাগার তৈরি করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

অভিমান করে বাড়ি ছেড়েছেন শামীমের স্ত্রী

১৪

ছাত্রদলের ডাকসু প্যানেলে আলোচনায় যারা 

১৫

মাদকসহ অনলাইন জুয়ার ৩ মাস্টার এজেন্ট আটক

১৬

দুবাইয়ে বেনজীরের মেয়ে তাহসিনের ফ্ল্যাট জব্দের আদেশ

১৭

ভারত-পাকিস্তানকে ইইউর বার্তা

১৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর বাড়িসহ ৬ কোটি টাকার সম্পদ জব্দ

১৯

নিয়মের মধ্যে না এলে রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা : রাজউক চেয়ারম্যান

২০
X