সারা দেশে তাপমাত্রা বিরাজ করলেও প্রায় প্রতিদিনই দেশের কোথাও কোথাও বৃৃষ্টির দেখা যায়। তবে আগামী মাস সেপ্টেম্বরের ২ তারিখের পরে বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৮ আগস্ট) বিকেলে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এসব তথ্য জানান। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির প্রবণতা বাড়বে বলে তিনি জানান।
হাফিজুর রহমান বলেন, গতকাল দেওয়া ২৪ ঘণ্টায় পূর্বাভাসে বলা হয়েছিল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। সেটি শিথিল হয়েছে।
তবে আগামী পাঁচ দিনে প্রায় রোজই কোথাও কোথাও বৃষ্টি হবে। যে আজও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দুএক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
আকজের দেওয়া পূর্বাভাস অনুসারে, ঢাকা, মাদারীপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হওয়া বয়ে যেতে পারে।
এ ছাড়াও দেশের উত্তর ও পূর্বাঞ্চলের কিছু নদ-নদীর পানির সমতল আগামী ২৪ ঘণ্টায় আরও বাড়তে পারে।
মন্তব্য করুন